আ.লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সাগর গ্রেপ্তার

3 months ago 19
জুলাই-আগস্টে ছাত-জনতার আন্দোলনের সময় ছাত্র হত্যাচেষ্টার মামলায় অভিযুক্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য আনোয়ার পারভেজ সাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাত ২টায় গেন্ডারিয়ার শাহ সাহেব লেনের বাসা থেকে মিরপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, আনোয়ার পারভেজ সাগর সাম্প্রতিক সময়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের চোরা গোপ্তা মিছিলগুলোর নেতৃত্ব দিয়ে আসছিলেন। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রেমন কালবেলাকে নিশ্চিত করে বলেন, গণঅভ্যুত্থানের পর থেকে আনোয়ার পারভেজ সাগর আওয়ামী লীগের অর্থ জোগানদাতা হিসেবে কাজ করে আসছিলেন। ছাত্র-জনতার আন্দোলনে সৃষ্ট সহিংসতার মামলা তিনি ৭৫ নম্বর আসামি। আনোয়ার পারভেজ সাগর ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন প্ল্যাটফর্মে রাজনীতি করেছেন জানিয়ে ওসি জানান, ঝিনাইদহ-৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নও সংগ্রহ করেছিলেন তিনি। একসময় তাকে শ্যুটার সাগর নামে ডাকা হতো। গেন্ডারিয়ায় তিনি ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন এবং কয়েকটি কিশোর গ্যাং পরিচালনা করতেন। তিনি বলেন, ঝিনাইদহ-৪ আসনের সাবেক এমপি প্রয়াত আনোয়ারুল আজীম আনারের ডান হাত হিসেবে কাজ করতেন সাগর। সোনা চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগও রয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Read Entire Article