আ.লীগের পতন না হলে হজ করতে পারতাম না : জামায়াত নেতা

2 months ago 38
ঠাকুরগাঁও-২ আসনের জামায়াত প্রার্থী ও জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুল হাকিম বলেছেন, ‘আওয়ামী লীগ সরকারের পতন না হলে আমি হজ করতে পারতাম না।’ রাজনৈতিক কারণে ৫ বছর চেষ্টা করেও তিনি পাসপোর্ট করতে পারেননি বলেও অভিযোগ করেন। রোববার (১৫ জুন) সন্ধ্যায় বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ অডিটরিয়ামের হলরুমে ওলামা ও ইমামদের নিয়ে দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আব্দুল হাকিম বলেন, ‘ছাত্রজীবন থেকেই হজ করার ইচ্ছা ছিল। বই পড়ে পবিত্র স্থানের বর্ণনা শুনে সেই আগ্রহ আরও বেড়ে যায়। ২০২০ সালে চাকরি থেকে অবসরের পর একাধিকবার পাসপোর্ট করার চেষ্টা করেছি, কিন্তু জামায়াতের রাজনীতির কারণে পাসপোর্ট দেওয়া হয়নি। প্রশাসনিকভাবে বাধা দেওয়া হতো বারবার।’ তিনি বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে ও ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারকে সরানো সম্ভব হয়েছে। না হলে হয়তো হজের স্বপ্নটা চিরকাল অপূর্ণই থেকে যেত।’ এ সময় তিনি সফলভাবে হজ পালন করে দেশে ফিরতে পারায় অন্তর্বর্তী সরকার, ছাত্র-জনতা ও সব সহযোদ্ধার প্রতি কৃতজ্ঞতা জানান। এর আগে উপজেলা ওলামা বিভাগের সভাপতি আব্দুল লতিবের সভাপত্বিতে এতে বক্তব্য দেন বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের আমির রফিকুল ইসলাম, জেলা ওলামা বিভাগের সভাপতি ফজলে রাব্বী মর্তুজা, উপজেলা জামায়াতের সেক্রেটারি শরিফুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, আমজানখোর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ আইয়ুব আলী প্রমুখ এতে বক্তব্য দেন।
Read Entire Article