বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেছেন, আওয়ামী স্বৈরাচারের পতন হলেও তাদের দোসর ও প্রেতাত্মারা এখনো প্রশাসনসহ দেশের পাড়া-মহল্লার আনাচকানাচে রয়ে গেছে। তারা সাধারণ জনগণকে বিভ্রান্ত করার জন্য ষড়যন্ত্র- চক্রান্ত করছে। এদের ব্যাপারে সবাইকে সজাগ-সতর্ক থাকতে হবে। দৃঢ় হাতে আওয়ামী লীগের ষড়যন্ত্র দমন করতে হবে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে রাজধানীর পল্লবী রূপনগরের ৭টি ওয়ার্ডে ফ্রি হেলথ স্ক্রিনিং কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, যে দলের প্রধান নেতা (শেখ হাসিনা) তার কর্মীনেতাদের রেখে পালিয়ে যায়, সে দলকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ওরা (আওয়ামী লীগ) নিজেরাই ভীত। কারণ ওরা অন্যায়কারী, অত্যাচারী, স্বৈরাচার। তিনি বলেন, গত দেড় দশকে আওয়ামী লীগ যা করেছে, বিএনপি ঠিক তার বিপরীত কাজ করবে। আওয়ামী লীগ এ দেশের জনগণের ওপরে জুলুম, অত্যাচার, নির্যাতন ও নিপীড়ন চালিয়েছে। কিন্তু আমরা দেশের জনগণের পাশে থেকে জনগণের জন্য শতভাগ কাজ করে একটা সুন্দর সমাজ গড়তে চাই।
বিএনপির এই নেতা বলেন, তারা ক্ষমতায় গেলে ডায়াবেটিস প্রতিরোধে প্রত্যেক এলাকায় খেলার মাঠসহ হাঁটা-চলার জন্য ওয়ার্কিং পথ তৈরি এবং পার্কের ভিতরে পার্কিং ব্যবস্থাও করা হবে। একটা সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে যা যা করণীয় সবই করবে বিএনপি।
এ সময় আমিনুলের সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য মাহাবুব আলম মন্টু, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী রনি, সাবেক ওয়ার্ড কাউন্সিলর সাজ্জাদ হোসেন, মহানগর উত্তর মহিলা দলের যুগ্ম আহ্বায়ক লাইলী বেগম, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হুসাইন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী, ছাত্রদল পল্লবী থানার সভাপতি জুয়েল খন্দকার, ছাত্রদল রূপনগর থানার সভাপতি মনিরুজ্জামান রনি, মহিলা দল পল্লবীর সভাপতি লাকী রহমান, সাধারণ সম্পাদক সৈয়দা দিলারা পলি প্রমুখ নেতারা।