আ.লীগের সাবেক এমপি পীযূষ কান্তি মারা গেছেন

6 hours ago 6

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট পীযূষ কান্তি ভট্টাচার্য্য মারা গেছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় যশোর শহরের বেজপাড়া এলাকার একটি ভাড়া বাড়িতে মারা যান তিনি।

পীযূষ কান্তির বড় ছেলে বাবলু ভট্টাচার্য্য কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পীযূষ কান্তি ভট্টাচার্য্যের দুই ছেলে, দুই মেয়ে। বড় ছেলে বাবলু ভট্টাচার্য্য চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত। ছোট ছেলে পার্থ এবং ছোট মেয়ে তাপসী সুইডেনে থাকেন। আর বড় মেয়ে আবৃত্তিকার তপতী, স্বামী সন্তান নিয়ে কলকাতায় থাকেন।

বীর মুক্তিযোদ্ধা পীযূষ কান্তি ভট্টাচার্য্য ১৯৭৩ সালে যশোর-৫ আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তার ভাই স্বপন ভট্টাচার্য্য আওয়ামী লীগের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী।

Read Entire Article