উঠান জুড়ে ঝলমলে রোদ। মাটি দিয়ে দইয়ের সরা বানিয়ে রোদে শুকানোর কাজ করছেন মমতা রানী। অন্যদিকে মাটির তৈরি গ্লাসগুলো রোদে সাজিয়ে রাখছেন শ্রী শ্যামল চন্দ্র। এদিকে পাশের ঘরে ইলেকট্রিক মোটরে ফর্মা বসিয়ে মাটির গ্লাস তৈরি করছেন সুধাংশু কুমার পাল। আবার ভাটা সাজিয়ে শুকনো গ্লাস, পাতিল, সরা পোড়ানোর কাজে ব্যস্ত অনেকেই। দেশজুড়ে বেকারত্ব ছেয়ে গেলেও, এই পাল পাড়ায় বসে নেই কেউ।
বগুড়া জেলার শেরপুর উপজেলার সুঘাট... বিস্তারিত