ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া (আইআইইউএম)-এ অনুষ্ঠিত হলো এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা ‘এশিয়ান ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেটিং চ্যাম্পিয়নশিপ ২০২৫’।
আইআইইউএম ওয়ার্ল্ড ডিবেট অ্যান্ড ওরেটরি সেন্টার এবং ইংলিশ ডিবেট ক্লাবের আয়োজনে টানা ছয় দিনব্যাপী অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশ নেয় ১২টি দেশের ১১২টি বিশ্ববিদ্যালয়।
এবারের আসরের আহ্বায়ক ছিলেন আইআইইউএম-এর বাংলাদেশি শিক্ষার্থী সুবাইতা আরওয়া, যিনি মালয়েশিয়ান সাব-কমিটির সঙ্গে সমন্বয় করে আয়োজনকে সফল করেন।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এ বছর ইংলিশ অ্যাজ এ ফরেইন ল্যাংগুয়েজ ক্যাটাগরিতে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে ফাইনালিস্ট হওয়ার গৌরব অর্জন করে।
বিইউপি দলের সদস্যরা জানান, আন্তর্জাতিক পর্যায়ের এত বড় প্রতিযোগিতায় ফাইনালে জায়গা পাওয়া তাদের জন্য এক বিশাল প্রাপ্তি। দলের এক বিতার্কিক বলেন, এই অভিজ্ঞতা আমাদের শুধু আত্মবিশ্বাস বাড়ায়নি বরং বিশ্বমানের প্রতিযোগিতায় নিজেদের মেলে ধরার পথও সুগম করেছে।
গ্র্যান্ড ফাইনালে দুটি ক্যাটাগরিতে মোট আটটি বিশ্ববিদ্যালয় প্রতিদ্বন্দ্বিতা করে। ইংলিশ অ্যাজ এ ফরেইন ল্যাংগুয়েজ ক্যাটাগরিতে বিজয়ী হয় জাপানের ইউনিভার্সিটি অব সুকুবা। অপরদিকে ওপেন ক্যাটাগরিতে শিরোপা জয় করে সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি।
এবারের প্রতিযোগিতায় অংশ নেয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস ছাড়াও টোকিও, ওয়াসেদা, মালায়া, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব দ্য ফিলিপাইনস দিলিমানসহ শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো।
সমাপনী অনুষ্ঠানটি কুয়ান্তানের সুইচ বেলহোটেলে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন মালয়েশিয়ার উচ্চশিক্ষা উপমন্ত্রী দাতুক টিএস. মুস্তাফা সাকমুদ। তিনি বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন।
উপস্থিত ছিলেন আইআইইউএম-এর ডেপুটি রেক্টর প্রফেসর দাতুক ড. মোহাম্মদ ফওজান নূরদিনসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, অতিথি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা এবং শিক্ষার্থীরা।
প্রতিযোগিতা শেষে বিউপি দলের আরেক সদস্য বলেন, এশিয়ান ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেট আমাদের শুধু বিতর্ক নয়, সমালোচনামূলক চিন্তাভাবনা ও গবেষণার দক্ষতাও শাণিত করেছে। এই অভিজ্ঞতা আমাদের ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য প্রস্তুত করবে।
প্রতি বছর ওয়ার্ল্ড ইউনিভার্সিটিস ডিবেটিং চ্যাম্পিয়নশিপের আগে আয়োজিত এই এশিয়ান ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেট তরুণ বিতার্কিকদের আন্তর্জাতিক অঙ্গনে প্রস্তুতির সুযোগ করে দেয়। একই সঙ্গে রাজনীতি, অর্থনীতি, কর্পোরেট ও একাডেমিক ক্ষেত্রে ভবিষ্যৎ নেতৃত্ব বিকাশে অনুপ্রেরণা জোগায়।
আয়োজকরা জানিয়েছেন, এবারের এবিপি প্রমাণ করেছে যে আইআইইএম কেবল মালয়েশিয়ায় নয়, আন্তর্জাতিক পর্যায়েও একাডেমিক উৎকর্ষ ও বুদ্ধিবৃত্তিক বিনিময়ের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ভূমিকা রাখছে।
এমআরএম/এমএস