আইএসইউ ও মেটাহিড লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক সই

2 hours ago 3

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) ও মেটাহিড লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। রোববার (২১ সেপেটম্বর) বিকেলে রাজধানীর মহাখালীতে আইএসইউ ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আইএসইউর ট্রেজারার প্রফেসর এইচটিএম কাদের নেওয়াজ এবং মেটাহিড লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান ও মেটাহিড লিমিটেডের চেয়ারম্যান রূপম রাজ্জাক।

চুক্তির আওতায় আইএসইউর শিক্ষার্থীরা মেটাহিড লিমিটেডের সহযোগিতায় প্রশিক্ষণ ও গবেষণা সুবিধা গ্রহণের সুযোগ পাবেন। বিশেষ করে সাইবার নিরাপত্তা ও অত্যাধুনিক প্রযুক্তি বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণ, গবেষণা এবং হাতে-কলমে অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক চাকরির বাজারে প্রতিযোগিতায় এগিয়ে থাকার সুযোগ তৈরি করতে পারবেন। পাশাপাশি এ উদ্যোগ শিক্ষার্থীদের নতুন উদ্ভাবন ও উন্নত প্রযুক্তি জ্ঞানে অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইএসইউর প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক মো. আবুল কাশেম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. মো. হাকিকুর রহমান, সিএসই বিভাগের শিক্ষক সৈয়দ মোস্তাফিজুর রহমান চৌধুরী, রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিক, অ্যাডমিশন ডিরেক্টর গিয়াস উদ্দিন, মেটাহিড লিমিটেডের চিফ অপারেটিং অফিসার রুহুল রাব্বি, অ্যাসোসিয়েট ইঞ্জিনিয়ার মাতুল ইমাদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Read Entire Article