‘আইটেম সং’-এ পারফর্ম করতে চান শার্লিন

1 day ago 7
প্রায় ছয় বছর পর আবার পর্দায় ফিরেছেন অভিনেত্রী শার্লিন ফারজানা। স্বামী ও সন্তান নিয়ে সংসারের ব্যস্ততা কাটিয়ে সম্প্রতি অভিনয়ে ফিরে এসেছে তিনি। নাটক, বিজ্ঞাপন এবং মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘জীবন আমার বোন’-এ কাজ করছেন শার্লিন। এ ছাড়া তিনি বাণিজ্যিক সিনেমার প্রস্তুতিতেও ব্যস্ত। শার্লিন এক সাক্ষাৎকারে বলেন, “ভালো আইটেম গান পেলে অবশ্যই পারফর্ম করব। বরবাদ সিনেমার ‘চাঁদমামা’ গানটায় নুসরাতের পারফরম্যান্স দারুণ লেগেছে। যদি আমার ফিগার ঠিক থাকে আর মানিয়ে নিতে পারি, তাহলে কেন নয়।” ছয় বছরের দীর্ঘ বিরতির অভিজ্ঞতাও শার্লিন শেয়ার করেছেন। তিনি বলেন, ‘কাজ থেকে দূরে থাকতে খুব আরাম লাগে, কিন্তু এক ধরনের শূন্যতাও আছে। মনে হয়, আমি যে মাধ্যমটায় কাজ করেছি, যেখানে আমার অবস্থান ছিল, সেটা যেন নেই।’ শার্লিন আরও যোগ করেন, কাজ এবং পরিবারের মধ্যে ব্যালান্স করা শিখেছেন তিনি। এই ফেরার সঙ্গে সঙ্গে শার্লিন যেন নতুন উদ্যম নিয়ে নিজের অবস্থান পুনঃপ্রতিষ্ঠার পথে।
Read Entire Article