আইডিএবির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠিত

3 hours ago 5

ইন্টেরিয়র ডিজাইন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইডিএবি) নবনির্বাচিত নির্বাহী কমিটির সদস্যদের শপথ ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর পরীবাগে বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে এ শপথ ও অভিষেক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি আবু সাঈদ এম আহমেদ। এ সময় তিনি আইডিএবির নতুন নির্বাহী কমিটির সভাপতি সৈয়দ কামরুল আহসান, জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম, সহ-সভাপতি মো. সজিব জাহান, পরিচালক ওয়াসিম শিকদার, ইসমাইল পারভেজ, সুমন কুমার, মোহাম্মদ আমিনুল হক, মোহাম্মদ শরিফুল ইসলাম, ইরফান বাবু, নিয়াজুর রহমান ও আব্দুর রহিমকে শপথ পাঠ করান। এ ছাড়া নতুন কমিটির সদস্যদের সুষ্ঠু ও সৎভাবে নিজ পেশার উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি।

শপথ ও অভিষেক অনুষ্ঠানে সৈয়দ কামরুল আহসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থপতি তানিয়া করিম, কাজী নাসির ও মহিউদ্দিন আখন।

এমএমএ/এএমএ

Read Entire Article