আসন্ন আইনজীবী সমিতির নির্বাচন কেন্দ্র করে কুষ্টিয়া জজকোর্ট চত্বরে প্রার্থীদের নির্বাচনী ক্যাম্পে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এতে দুই শিক্ষানবিশ আইনজীবী আহত হয়েছেন। তাদের কুষ্টিয়ার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, আগামীকাল কুষ্টিয়া আইনজীবী সমিতির নির্বাচন। নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তারা। এরই মধ্যে সোমবার দুপুর পৌনে ১২টার দিকে একদল দুর্বৃত্ত জেলা আইনজীবী ভবনের সামনে প্রার্থীদের ৩টি নির্বাচনী ক্যাম্পে হামলা চালায়। ভাঙচুর করে চেয়ার-টেবিল, ছিঁড়ে ফেলে ব্যানার-ফেস্টুন।
আদালত চত্বরে হামলা ও ভাঙচুরের ঘটনার সত্যতা কালবেলাকে নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ওসি (তদন্ত) আব্দুল আলিম জানান, এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।