আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার দাবি ঐক্য পরিষদের

2 hours ago 4

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকাণ্ডকে ‘দুর্ভাগ্যজনক’ উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। একইসঙ্গে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের যথাযথ তদন্তের মাধ্যমে গ্রেপ্তারপূর্বক শাস্তি নিশ্চিতের জন্যে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে সংগঠনটি। 

এ ঘটনায় নিরাপরাধ কেউ যাতে অহেতুক হয়রানির শিকার না হয়, সে ব্যাপারেও সচেতন ভূমিকা পালনের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে ঐক্য পরিষদ।

বুধবার (২৭ নভেম্বর) বিকেলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের আদেশদান পরবর্তীতে তার ভক্ত ও অনুসারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ চলাকালে চট্টগ্রাম জেলা জজ আদালতের অদূরে রঙ্গম সিনেমার কাছাকাছি স্থানে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের হাতে নবীন আইনজীবী অ্যাড. সাইফুল ইসলামের দুর্ভাগ্যজনক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঐক্য পরিষদ নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ একই সঙ্গে গত সোমবার চিন্ময় ব্রহ্মচারীকে ঢাকা বিমানবন্দরে আটকের প্রতিবাদে রাজধানীর শাহবাগ চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের সঙ্গে সংঘর্ষ চলাকালে ঢাকা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাড. রমেন রায়ের মাথায় গুরুতর জখমের ঘটনারও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। অ্যাড. রায় বর্তমানে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিষদ তার সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছে।

ঐক্য পরিষদের বিবৃতিতে আরও বলা হয়, দেশের চলমান পরিস্থিতিকে অধিকতর অস্থিতিশীল করার লক্ষ্যে বিশেষ মহল উস্কানি প্রদানের পাশাপাশি সম্প্রীতি বিনষ্টের অপপ্রয়াসে লিপ্ত রয়েছে। এদের চিহ্নিত করে যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্য পরিষদ সরকার, প্রশাসন ও শান্তিপ্রিয় ধর্মপ্রাণ সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে। 

Read Entire Article