আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সর্বোচ্চ সর্তক অবস্থানে রয়েছে সরকার : পররাষ্ট্র উপদেষ্টা

আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সরকার সর্বোচ্চ সর্তক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। শনিবার (০৬ ডিসেম্বর) রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।  পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শুরুতে কিছু চ্যালেঞ্জ থাকলেও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। পুলিশ বাহিনীও নিজেদের গুছিয়ে নিতে পেরেছে। সামনে জাতীয় নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য একটি বড় পরীক্ষা।  মো. তৌহিদ হোসেন বলেন, প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন যে আসন্ন নির্বাচন হবে একটি ‘আদর্শ নির্বাচন’। নির্বাচন শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনার কথা উল্লেখ করেছেন। পররাষ্ট্র উপদেষ্টা জানান, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। ডাক্তার–নার্স সংকট নিরসনে স্বল্প সময়ে সাড়ে তিন হাজার নার্স এবং তিন হাজার ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে। আলু রপ্তানি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বিশ্বে নিয়মিত আলু আমদানি করে এমন দেশের সংখ্যা কম। বিশেষ পরিস্থিতি না হলে রপ্তানির সুযোগও সীমিত থাকে। মানবসম্পদ রপ্তানির ব

আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সর্বোচ্চ সর্তক অবস্থানে রয়েছে সরকার : পররাষ্ট্র উপদেষ্টা
আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সরকার সর্বোচ্চ সর্তক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। শনিবার (০৬ ডিসেম্বর) রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।  পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শুরুতে কিছু চ্যালেঞ্জ থাকলেও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। পুলিশ বাহিনীও নিজেদের গুছিয়ে নিতে পেরেছে। সামনে জাতীয় নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য একটি বড় পরীক্ষা।  মো. তৌহিদ হোসেন বলেন, প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন যে আসন্ন নির্বাচন হবে একটি ‘আদর্শ নির্বাচন’। নির্বাচন শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনার কথা উল্লেখ করেছেন। পররাষ্ট্র উপদেষ্টা জানান, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। ডাক্তার–নার্স সংকট নিরসনে স্বল্প সময়ে সাড়ে তিন হাজার নার্স এবং তিন হাজার ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে। আলু রপ্তানি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বিশ্বে নিয়মিত আলু আমদানি করে এমন দেশের সংখ্যা কম। বিশেষ পরিস্থিতি না হলে রপ্তানির সুযোগও সীমিত থাকে। মানবসম্পদ রপ্তানির বিষয়ে তিনি বলেন, দক্ষতা-স্বল্পতার কারণে বিদেশে বাংলাদেশের কর্মীরা কম বেতন পান। নার্সিং পেশায় বড় ধরনের আন্তর্জাতিক চাহিদা রয়েছে; দক্ষ জনশক্তি তৈরি করতে পারলে দেশ এর সুফল পাবে। তিনি রংপুরে পালন করা ছোট জাতের দেশি গরুর মাংসের প্রশংসা করেন এবং এর বাণিজ্যিক উৎপাদনে প্রাণিসম্পদ অধিদপ্তরকে উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন। জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হুসাইনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বক্তব্য দেন।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow