‘আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় রক্ষা পেয়েছে পূজা মণ্ডপ’

2 hours ago 3

৫ আগস্টের পর হিন্দু সম্প্রদায় ও পূজা মণ্ডপগুলোতে যে আঘাত এসেছিল তা সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় রক্ষা পেয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় উদযাপন পরিষদের নেতারা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে শুরু চট্টগ্রামের অফিসার্স ক্লাবে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভায় বক্তারা এ কথা বলেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক অর্পন কান্তি ব্যানার্জির সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় কমিটির সভাপতি বাসুদেব ধর। 

চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দোলন মজুমদার ও চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথ যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করছেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আশোক মাধব রায়, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল দেবনাথ, কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রমেন মন্ডল। 

বক্তারা বলেন, ৫ আগস্টের পর হিন্দু সম্প্রদায়ের মানুষের বেঁচে থাকা ও টিকে থাকা চ্যালেঞ্জ হয়ে পড়েছে। প্রতিনিয়ত নানা পরিস্থিতির মুখোমুখি হচ্ছে এই সম্প্রদায়ের মানুষ। সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এসব সংকটে তাদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন রাজনৈতিক দলও।

তারা বলেন, মিথ্যা ও হয়রানিমূলক অনেক মামলাও হয়েছে উদযাপন পরিষদের বিভিন্ন নেতাকর্মীর বিরুদ্ধে। এসব মামলা দ্রুত প্রত্যাহার করতে সরকারসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

Read Entire Article