আইনের শাসন থাকলে খালেদা জিয়ার এতদিন কারাগারে থাকার কথা না

3 months ago 49

দেশে আইনের শাসন নেই দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘যদি দেশে আইনের শাসন থাকতো তাহলে খালেদা জিয়ার এতদিন কারাগারে থাকার কথা না।’

তিনি বলেন, বিএনপির অসংখ্য নেতাকর্মীকে আটক করে রাখা হয়েছে। দেশে অনেক গুম-খুন হয়েছে। এর ফলে বিদেশিরা নিষেধাজ্ঞা দিচ্ছে। এ দেশের মানুষ আইনের শাসন চায়। সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

বুধবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী বার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, ‘প্রশাসন ও নির্বাচনী প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। জনগণ আর নির্বাচনে ভোট দিতে যায় না। ব্যাংক শেয়ার বাজার লুট এখন নিত্য ঘটনায় পরিণত হয়েছে। এটাকে আমরা বর্গীর দেশ বলি। একসময় বর্গীরা আমাদের থেকে পাচার করতো। এখন আমাদের দেশের মানুষই বর্গী হয়েছে।’

তিনি বলেন, আওয়ামী লীগ বিএনপির প্রতি এতো বেশি রাগ করার কারণ কী? আওয়ামী লীগ যেখানে ব্যর্থ হয়েছে জিয়াউর রহমান সেখানে জিতেছেন।

বিএনপির মহাসচিব বলেন, ‘দেশ স্বাধীনের পর আওয়ামী লীগ সব দলকে নিষিদ্ধ করে। আর জিয়াউর রহমান বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। তারা এক দলীয় শাসন বাকশাল কায়েম করেছেন। আওয়ামী লীগের ব্যর্থতার কারণে দেশে দুর্ভিক্ষ হয়। বাসন্তী এক টুকরো কাপড় পায়নি। বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করেছেন। জিয়া সেটা রহিত করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল প্রতিষ্ঠা করেন।’

বর্তমানে বিচার বিভাগকে দলীয়করণ করার অপচেষ্টা চলছে দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘দেশ চুরি লুটপাটের আখড়ায় পরিণত করা হয়েছে। যারা আমাদের রক্ষক, পুলিশ বাহিনীর প্রধান। তাদের দুর্নীতি যে চিত্র আমাদের সামনে উঠে আসছে, সেটা দেখলে গা সিউরে ওঠার মতো অবস্থা হয়। বেনজিরের দুর্নীতির কারণে এসব প্রতিষ্ঠানের প্রতি মানুষ আস্থা হারাচ্ছে। এ সরকার এভাবে আমাদের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে। প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করেছে।’

দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন, বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল।

জেএ/এমআইএইচএস/এমএস

Read Entire Article