আইপিএল অনিশ্চয়তার পর পিএসএলে নতুন ঠিকানা মুস্তাফিজের
আইপিএলে খেলার স্বপ্ন আপাতত থেমে গেলেও সময় নষ্ট করতে রাজি নন মুস্তাফিজুর রহমান। ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে বাদ পড়ার পরপরই পাকিস্তান সুপার লিগে নাম লেখালেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। বিষয়টি নিশ্চিত করেছে পিএসএলের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম। পিএসএলের পক্ষ থেকে প্রকাশিত পোস্টে মুস্তাফিজের ছবি দিয়ে লেখা হয়েছে— “ব্যাটসম্যানদের সতর্ক থাকতে হবে… এইচবিএল পিএসএল ১১-এ যোগ দিচ্ছেন মুস্তাফিজুর রহমান।” বার্তাটিই বলে দিচ্ছে, আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে তাঁর চাহিদা এখনো অটুট। আগামী ২৬ মার্চ শুরু হয়ে ৩ মে পর্যন্ত চলবে পিএসএলের একাদশ আসর। এবারই প্রথমবারের মতো আট দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে টুর্নামেন্টটি, যা পিএসএলের ইতিহাসে সবচেয়ে বড় আয়োজন। কোন দলে খেলবেন মুস্তাফিজ—তা এখনো চূড়ান্ত হয়নি। তবে প্লেয়ার্স ড্রাফটে তাঁকে নেওয়ার ব্যাপারে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ যে প্রবল, তা নিয়ে খুব একটা সন্দেহ নেই। ড্রাফটের দিনক্ষণও শিগগিরই ঘোষণা করা হবে বলে জানা গেছে। এর আগে একবারই পিএসএলে খেলেছিলেন মুস্তাফিজ—২০১৮ সালে লাহোর কালান্দার্সের হয়ে। সে আসরে পাঁচ ম্যাচে চার উইকেট নিয়েছিলেন তিনি। সাত বছর পর আবার পিএসএলের
আইপিএলে খেলার স্বপ্ন আপাতত থেমে গেলেও সময় নষ্ট করতে রাজি নন মুস্তাফিজুর রহমান। ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে বাদ পড়ার পরপরই পাকিস্তান সুপার লিগে নাম লেখালেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। বিষয়টি নিশ্চিত করেছে পিএসএলের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম।
পিএসএলের পক্ষ থেকে প্রকাশিত পোস্টে মুস্তাফিজের ছবি দিয়ে লেখা হয়েছে— “ব্যাটসম্যানদের সতর্ক থাকতে হবে… এইচবিএল পিএসএল ১১-এ যোগ দিচ্ছেন মুস্তাফিজুর রহমান।”
বার্তাটিই বলে দিচ্ছে, আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে তাঁর চাহিদা এখনো অটুট।
আগামী ২৬ মার্চ শুরু হয়ে ৩ মে পর্যন্ত চলবে পিএসএলের একাদশ আসর। এবারই প্রথমবারের মতো আট দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে টুর্নামেন্টটি, যা পিএসএলের ইতিহাসে সবচেয়ে বড় আয়োজন। কোন দলে খেলবেন মুস্তাফিজ—তা এখনো চূড়ান্ত হয়নি। তবে প্লেয়ার্স ড্রাফটে তাঁকে নেওয়ার ব্যাপারে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ যে প্রবল, তা নিয়ে খুব একটা সন্দেহ নেই। ড্রাফটের দিনক্ষণও শিগগিরই ঘোষণা করা হবে বলে জানা গেছে।
এর আগে একবারই পিএসএলে খেলেছিলেন মুস্তাফিজ—২০১৮ সালে লাহোর কালান্দার্সের হয়ে। সে আসরে পাঁচ ম্যাচে চার উইকেট নিয়েছিলেন তিনি। সাত বছর পর আবার পিএসএলের মঞ্চে ফিরছেন বাংলাদেশের ‘কাটার মাস্টার’।
উল্লেখ্য, সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের মুস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেয়। অথচ নিলামে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের সঙ্গে প্রতিযোগিতায় তাঁকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল কলকাতা—বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে যা ছিল সর্বোচ্চ মূল্য।
আইপিএলের সেই অনিশ্চয়তার সুযোগটাই কাজে লাগাল পিএসএল। বিশ্ব ক্রিকেটের অন্যতম কার্যকর ডেথ ওভারের বোলারকে পেয়ে টুর্নামেন্টটির আকর্ষণ যে আরও বেড়ে গেল, তা বলাই বাহুল্য।
Batters better shake carefully its going to Fizz in the #NewEra
Mustafizur Rahman joins HBL PSL 11! pic.twitter.com/xM385eWRXC— PakistanSuperLeague (@thePSLt20) January 6, 2026
What's Your Reaction?