আইপিএল নিলামে দল পেলেন না তাসকিন

সংযুক্ত আরব আমিরাতে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯তম আসরের নিলামে বাংলাদেশের জন্য মিশ্র ছবি দেখা গেছে। একদিকে মোস্তাফিজুর রহমান রেকর্ড গড়ে বড় অঙ্কে দল পেলেও, অন্যদিকে অবিক্রীত থেকে গেছেন আরেক পেসার তাসকিন আহমেদ। নিলামে ২ কোটি রুপি ভিত্তিমূল্যের মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। এর মধ্য দিয়ে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বাংলাদেশি ক্রিকেটার হন তিনি। মাশরাফী বিন মোর্ত্তজা, সাকিব আল হাসান ও লিটন দাসের পর চতুর্থ বাংলাদেশি হিসেবে কলকাতার জার্সিতে নাম লেখান মোস্তাফিজ। মোস্তাফিজের দল পাওয়া শেষে নিলামের টেবিলে ওঠে তাসকিন আহমেদের নাম। ৭৫ লাখ রুপি ভিত্তিমূল্যে থাকা এই ডানহাতি পেসারের প্রতি কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। ফলে প্রথমবারের মতো আইপিএলে নাম লেখানোর সুযোগ আবারও হাতছাড়া হলো তাঁর। এর আগেও একাধিক মৌসুমে তাসকিনের আইপিএল খেলার সম্ভাবনা নিয়ে আলোচনা হলেও বাস্তবে কখনো দল পাননি তিনি। এবারও সেই অপেক্ষা দীর্ঘ হলো বাংলাদেশের এই তারকা পেসারের জন্য। বর্তমানে আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টিতে শারজাহ ওয়ারিয়র্সের হয়ে খেলছেন তাসকিন। এখন পর্যন্ত দুই ম্যাচে ৮ ওভার

আইপিএল নিলামে দল পেলেন না তাসকিন

সংযুক্ত আরব আমিরাতে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯তম আসরের নিলামে বাংলাদেশের জন্য মিশ্র ছবি দেখা গেছে। একদিকে মোস্তাফিজুর রহমান রেকর্ড গড়ে বড় অঙ্কে দল পেলেও, অন্যদিকে অবিক্রীত থেকে গেছেন আরেক পেসার তাসকিন আহমেদ।

নিলামে ২ কোটি রুপি ভিত্তিমূল্যের মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। এর মধ্য দিয়ে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বাংলাদেশি ক্রিকেটার হন তিনি। মাশরাফী বিন মোর্ত্তজা, সাকিব আল হাসান ও লিটন দাসের পর চতুর্থ বাংলাদেশি হিসেবে কলকাতার জার্সিতে নাম লেখান মোস্তাফিজ।

মোস্তাফিজের দল পাওয়া শেষে নিলামের টেবিলে ওঠে তাসকিন আহমেদের নাম। ৭৫ লাখ রুপি ভিত্তিমূল্যে থাকা এই ডানহাতি পেসারের প্রতি কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। ফলে প্রথমবারের মতো আইপিএলে নাম লেখানোর সুযোগ আবারও হাতছাড়া হলো তাঁর।

এর আগেও একাধিক মৌসুমে তাসকিনের আইপিএল খেলার সম্ভাবনা নিয়ে আলোচনা হলেও বাস্তবে কখনো দল পাননি তিনি। এবারও সেই অপেক্ষা দীর্ঘ হলো বাংলাদেশের এই তারকা পেসারের জন্য।

বর্তমানে আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টিতে শারজাহ ওয়ারিয়র্সের হয়ে খেলছেন তাসকিন। এখন পর্যন্ত দুই ম্যাচে ৮ ওভার বল করে ৭৩ রান দিয়ে পেয়েছেন একটি উইকেট। এর আগে লঙ্কা প্রিমিয়ার লিগে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেললেও পারফরম্যান্স খুব একটা নজর কাড়েনি—তিন ম্যাচে ১১ ওভারে রান দিয়েছেন ১১৩, উইকেট নিয়েছেন চারটি।

আইপিএলের নিলামে মোস্তাফিজের সাফল্যের বিপরীতে তাসকিনের অবিক্রীত থাকা তাই বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের জন্য হতাশারই নাম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow