আইপিএল বাদ দিয়ে পিএসএল খেলার সিদ্ধান্ত তারকা ক্রিকেটারের

আইপিএলের পরিবর্তে পাকিস্তানের পিএসএল খেলার সিদ্ধান্ত নিয়েছেন বিপিএল মাতানো তারকা ক্রিকেটার মঈন আলী। এর আগে, ডু প্লেসিসও এমন সিদ্ধান্ত নেন। পিএসএলে খেলার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছেন এ ইংলিশ অলরাউন্ডার।  আইপিএলে চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে মাঠ মাতিয়েছেন মঈন। মহেন্দ্র সিং ধোনির সাবেক সতীর্থ বেছে নিয়েছেন পাকিস্তানের টি-টোয়েন্টি লিগকে। পিএসএলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে তারকা এই অলরাউন্ডার বলেন, ‘পিএসএলে যোগ দিচ্ছি। খুব আনন্দিত। পিএসএলে নতুন যুগ শুরু হচ্ছে। নিঃসন্দেহে বিশ্বের অন্যতম সেরা টি-টোয়েন্টি লিগ এটি। প্রতিটি দলেই বিশ্বের কিছু সেরা ক্রিকেটার রয়েছে। পাকিস্তানের মাটিতে খেলার অনুভূতি সব সময়ই দারুণ। ক্রিকেটের মান, ওখানকার দর্শকদের ভালোবসা অসাধারণ। সমর্থকরা সব সময় সেরাটা দেওয়ার জন্য অনুপ্রাণিত করেন ক্রিকেটারদের।’ ২০১৮ সাল থেকে আইপিএল খেলেছেন মঈন আলী। ৭৩টি ম্যাচ খেলে করেছেন ১১৬৭ রান। ৩৮ বছরের অলরাউন্ডার ৪১টি উইকেটও নিয়েছেন। গত বার নিলামে তাকে দলে নিয়েছিল কেকেআর। দলটির জার্সিতে ৬টি ম্যাচ খেলেছিলেন তিনি।  বিপিএলেরও নিয়মিত মুখ এই মঈন আলী। দুই দলের

আইপিএল বাদ দিয়ে পিএসএল খেলার সিদ্ধান্ত তারকা ক্রিকেটারের

আইপিএলের পরিবর্তে পাকিস্তানের পিএসএল খেলার সিদ্ধান্ত নিয়েছেন বিপিএল মাতানো তারকা ক্রিকেটার মঈন আলী। এর আগে, ডু প্লেসিসও এমন সিদ্ধান্ত নেন। পিএসএলে খেলার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছেন এ ইংলিশ অলরাউন্ডার। 

আইপিএলে চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে মাঠ মাতিয়েছেন মঈন। মহেন্দ্র সিং ধোনির সাবেক সতীর্থ বেছে নিয়েছেন পাকিস্তানের টি-টোয়েন্টি লিগকে। পিএসএলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে তারকা এই অলরাউন্ডার বলেন, ‘পিএসএলে যোগ দিচ্ছি। খুব আনন্দিত। পিএসএলে নতুন যুগ শুরু হচ্ছে। নিঃসন্দেহে বিশ্বের অন্যতম সেরা টি-টোয়েন্টি লিগ এটি। প্রতিটি দলেই বিশ্বের কিছু সেরা ক্রিকেটার রয়েছে। পাকিস্তানের মাটিতে খেলার অনুভূতি সব সময়ই দারুণ। ক্রিকেটের মান, ওখানকার দর্শকদের ভালোবসা অসাধারণ। সমর্থকরা সব সময় সেরাটা দেওয়ার জন্য অনুপ্রাণিত করেন ক্রিকেটারদের।’

২০১৮ সাল থেকে আইপিএল খেলেছেন মঈন আলী। ৭৩টি ম্যাচ খেলে করেছেন ১১৬৭ রান। ৩৮ বছরের অলরাউন্ডার ৪১টি উইকেটও নিয়েছেন। গত বার নিলামে তাকে দলে নিয়েছিল কেকেআর। দলটির জার্সিতে ৬টি ম্যাচ খেলেছিলেন তিনি। 

বিপিএলেরও নিয়মিত মুখ এই মঈন আলী। দুই দলের হয়ে বিপিএলে ২২ ম্যাচ খেলে করেছেন ৪৬৭ রান। উইকেট নিয়েছেন ২২টি। বিপিএল ছাড়াও পিএসএল, আইএল টি-টোয়েন্টি, এসএ টি-টোয়েন্টি, সিপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে এই ইংলিশ অলরাউন্ডারের। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow