আইপিএল, বিগ ব্যাশ মাতানো বিধ্বংসী অলরাউন্ডার এবার বিপিএলে
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হতে আর খুব বেশি সময় বাকি নেই। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে অংশগ্রহণকারী দলগুলো। নিলামের পরও দলের শক্তি বাড়াতে বিদেশি তারকাদের দলে ভেড়াচ্ছে ফ্র্যাঞ্চাইজিরা। বিপিএলের পরবর্তী আসর মাতাতে আসছেন আইপিএল, বিগ ব্যাশ, সিপিএল, পিএসএল মাতানো তারকা অলরাউন্ডার। উত্তরবঙ্গের দল রাজশাহী ওয়ারিয়র্স দলে ভিড়িয়েছে বিশ্বের নামিদামি লিগ মাতানো নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার জিমি নিশামকে। এবারই প্রথম নয়, এর আগেও বিপিএল খেলেছিলেন তিনি। রংপুর রাইডার্সের জার্সিতে খেলার অভিজ্ঞতা রয়েছে নিশামের। নিশামকে দলে ভেড়াতে সর্বপ্রথম চেষ্টা করেছিল নোয়াখালী। প্রাথমিক আলোচনার পর তারকা এই অলরাউন্ডারের সঙ্গে আলোচনা আগায়নি ফ্র্যাঞ্চাইজিটির। কিছুদিন আগে নিউজিল্যান্ডের অলরাউন্ডারের সঙ্গে যোগাযোগ করে রাজশাহীও। নোয়াখালীর চেয়ে বেশি পারিশ্রমিকে রাজশাহীর হয়ে খেলতে রাজি হয়েছেন নিশাম। সাদা বলের ক্রিকেটে নিউজিল্যান্ডের অন্যতম ভরসার নাম নিশাম। টি-টোয়েন্টি ফরম্যাটে তিনি বিশ্বসেরাদের একজন। এই ফরম্যাটে দেশের হয়ে ৯৩ ম্যাচ খেলে ১৪৯ স্ট্রাইক রেটে ১০১০ রান করেছেন নিশাম। বল হাতে নিয়েছেন ৫৬
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হতে আর খুব বেশি সময় বাকি নেই। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে অংশগ্রহণকারী দলগুলো। নিলামের পরও দলের শক্তি বাড়াতে বিদেশি তারকাদের দলে ভেড়াচ্ছে ফ্র্যাঞ্চাইজিরা। বিপিএলের পরবর্তী আসর মাতাতে আসছেন আইপিএল, বিগ ব্যাশ, সিপিএল, পিএসএল মাতানো তারকা অলরাউন্ডার।
উত্তরবঙ্গের দল রাজশাহী ওয়ারিয়র্স দলে ভিড়িয়েছে বিশ্বের নামিদামি লিগ মাতানো নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার জিমি নিশামকে। এবারই প্রথম নয়, এর আগেও বিপিএল খেলেছিলেন তিনি। রংপুর রাইডার্সের জার্সিতে খেলার অভিজ্ঞতা রয়েছে নিশামের।
নিশামকে দলে ভেড়াতে সর্বপ্রথম চেষ্টা করেছিল নোয়াখালী। প্রাথমিক আলোচনার পর তারকা এই অলরাউন্ডারের সঙ্গে আলোচনা আগায়নি ফ্র্যাঞ্চাইজিটির। কিছুদিন আগে নিউজিল্যান্ডের অলরাউন্ডারের সঙ্গে যোগাযোগ করে রাজশাহীও। নোয়াখালীর চেয়ে বেশি পারিশ্রমিকে রাজশাহীর হয়ে খেলতে রাজি হয়েছেন নিশাম।
সাদা বলের ক্রিকেটে নিউজিল্যান্ডের অন্যতম ভরসার নাম নিশাম। টি-টোয়েন্টি ফরম্যাটে তিনি বিশ্বসেরাদের একজন। এই ফরম্যাটে দেশের হয়ে ৯৩ ম্যাচ খেলে ১৪৯ স্ট্রাইক রেটে ১০১০ রান করেছেন নিশাম। বল হাতে নিয়েছেন ৫৬ উইকেট।
নিশাম ছাড়াও রাজশাহীর হয়ে বিপিএল খেলবেন মোহাম্মদ নাওয়াজ, সাহিবজাদা ফারহান, হুসাইন তালাত, বিনুরা ফার্নান্দো, দুশান হেমন্থ ও জাহানদাদ খান।
What's Your Reaction?