আইপিএল, বিগ ব্যাশ মাতানো বিধ্বংসী ব্যাটার এবার বিপিএলে
চলমান বিপিএলে চমক অব্যাহত রেখেছে সিলেট টাইটান্স। ক্রিস ওকসকে দলে নেওয়ার পর এবার আরও এক বিধ্বংসী ইংলিশ তারকাকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএলের প্লে-অফকে সামনে রেখে স্যাম বিলিংসকে স্কোয়াডে ভিড়িয়েছে দলটি। ওকস ও বিলিংস-দুজনের সঙ্গেই আগেই আলোচনা চলছিল সিলেট টাইটান্সের। ওকস আগেভাগেই দলে যোগ দিলেও বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডারের হয়ে ব্যস্ত থাকায় বিলিংস তখন যোগ দিতে পারেননি। তবে বিগ ব্যাশ থেকে থান্ডারের বিদায়ের পর বিপিএলে খেলার সুযোগ পান এই ইংলিশ ব্যাটার। স্যাম বিলিংস টি-টোয়েন্টি ক্রিকেটে বেশ পরিচিত মুখ। আইপিএল, বিগ ব্যাশে একাধিক দলের হয়ে মাঠ মাতিয়েছেন তিনি। ৩৯৪ টি-টোয়েন্টিতে তার ব্যাট থেকে এসেছে ৭৪৪২ রান। এর আগে, ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলি দলে যোগ দেওয়ার পরই সিলেট টাইটান্সের পারফরম্যান্সে আসে দৃশ্যমান পরিবর্তন। এবার ওকস ও বিলিংসকে সঙ্গে নিয়ে প্লে-অফে আরও শক্তিশালী দল হিসেবে মাঠে নামতে যাচ্ছে সিলেট। ইতোমধ্যে লিগ পর্বের সব ম্যাচ শেষ করেছে সিলেট টাইটান্স। ১০ ম্যাচে ৫ জয় ও ৫ পরাজয়ে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। পয়েন্ট তালিকায় অবস্থানের কারণে এলিমিনেটর দিয়েই শুরু করতে হবে প্লে-অফ অভিযান।
চলমান বিপিএলে চমক অব্যাহত রেখেছে সিলেট টাইটান্স। ক্রিস ওকসকে দলে নেওয়ার পর এবার আরও এক বিধ্বংসী ইংলিশ তারকাকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএলের প্লে-অফকে সামনে রেখে স্যাম বিলিংসকে স্কোয়াডে ভিড়িয়েছে দলটি।
ওকস ও বিলিংস-দুজনের সঙ্গেই আগেই আলোচনা চলছিল সিলেট টাইটান্সের। ওকস আগেভাগেই দলে যোগ দিলেও বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডারের হয়ে ব্যস্ত থাকায় বিলিংস তখন যোগ দিতে পারেননি। তবে বিগ ব্যাশ থেকে থান্ডারের বিদায়ের পর বিপিএলে খেলার সুযোগ পান এই ইংলিশ ব্যাটার।
স্যাম বিলিংস টি-টোয়েন্টি ক্রিকেটে বেশ পরিচিত মুখ। আইপিএল, বিগ ব্যাশে একাধিক দলের হয়ে মাঠ মাতিয়েছেন তিনি। ৩৯৪ টি-টোয়েন্টিতে তার ব্যাট থেকে এসেছে ৭৪৪২ রান।
এর আগে, ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলি দলে যোগ দেওয়ার পরই সিলেট টাইটান্সের পারফরম্যান্সে আসে দৃশ্যমান পরিবর্তন। এবার ওকস ও বিলিংসকে সঙ্গে নিয়ে প্লে-অফে আরও শক্তিশালী দল হিসেবে মাঠে নামতে যাচ্ছে সিলেট।
ইতোমধ্যে লিগ পর্বের সব ম্যাচ শেষ করেছে সিলেট টাইটান্স। ১০ ম্যাচে ৫ জয় ও ৫ পরাজয়ে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। পয়েন্ট তালিকায় অবস্থানের কারণে এলিমিনেটর দিয়েই শুরু করতে হবে প্লে-অফ অভিযান। আগামী ২০ জানুয়ারি সন্ধ্যা ৬টায় কোয়ালিফায়ারে ওঠার লক্ষ্যে মাঠে নামবে দলটি।
What's Your Reaction?