আইপিএলে দল পেলেন না অজি অধিনায়ক

২০২৬ নারী প্রিমিয়ার লিগের মেগা নিলাম শুরু হতেই প্রথম হাতুড়ির আঘাতেই তৈরি হলো তুমুল বিস্ময়। অস্ট্রেলিয়ার অধিনায়ক ও বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় তারকা অ্যালিসা হিলি—যার নামের পাশে বিশ্বকাপ, ম্যাচ-জেতানো ইনিংস ও বিপুল অভিজ্ঞতার ছাপ—তিনি রইলেন অবিক্রিত। পাঁচ ফ্র্যাঞ্চাইজির কেউই তার ৫০ লাখ রুপির বেজ প্রাইসে হাত তুললেন না। নিলামের প্রথম নাম হিসেবেই উঠেছিল হিলির নাম। অস্ট্রেলিয়া নারী দলের উইকেটরক্ষক-ব্যাটার সাম্প্রতিক নারী বিশ্বকাপে পেশির চোটে এবং এর আগের আঙুলের ইনজুরিতে ভুগছিলেন। তার ফিটনেস নিয়ে অনিশ্চয়তাকেই এবার বড় প্রশ্ন হিসেবে দেখেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। ফলে ২০২৩ সালে যেখানে UP ওয়ারিয়র্স তাকে ৭০ লাখ রুপিতে দলে নিয়েছিল, সেখানে ২০২৬ নিলামের প্রথম ধাক্কা হয়ে এল তার অবিক্রীত থাকার খবর। এই নিলামে মোট ২৭৬ জন খেলোয়াড় উঠেছেন হাতুড়ির নিচে, যেখানে পাঁচ দলের স্কোয়াড মিলিয়ে ৭৩টি জায়গা ফাঁকা, যার মধ্যে ২৩টি বিদেশি কোটায়। সবচেয়ে কম বয়সী ১৬ বছরের ভারতীয় দুই ক্রিকেটার দিয়া যাদব ও ভারতী সিংহ, আর সবচেয়ে অভিজ্ঞ নাম ৩৭ বছর বয়সী সাবেক দক্ষিণ আফ্রিকান পেসার সাবনিম ইসমাইল। হারমানপ্রীত কৌরের নেতৃত্বাধীন চ্যাম্পিয়ন

আইপিএলে দল পেলেন না অজি অধিনায়ক

২০২৬ নারী প্রিমিয়ার লিগের মেগা নিলাম শুরু হতেই প্রথম হাতুড়ির আঘাতেই তৈরি হলো তুমুল বিস্ময়। অস্ট্রেলিয়ার অধিনায়ক ও বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় তারকা অ্যালিসা হিলি—যার নামের পাশে বিশ্বকাপ, ম্যাচ-জেতানো ইনিংস ও বিপুল অভিজ্ঞতার ছাপ—তিনি রইলেন অবিক্রিত। পাঁচ ফ্র্যাঞ্চাইজির কেউই তার ৫০ লাখ রুপির বেজ প্রাইসে হাত তুললেন না।

নিলামের প্রথম নাম হিসেবেই উঠেছিল হিলির নাম। অস্ট্রেলিয়া নারী দলের উইকেটরক্ষক-ব্যাটার সাম্প্রতিক নারী বিশ্বকাপে পেশির চোটে এবং এর আগের আঙুলের ইনজুরিতে ভুগছিলেন। তার ফিটনেস নিয়ে অনিশ্চয়তাকেই এবার বড় প্রশ্ন হিসেবে দেখেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। ফলে ২০২৩ সালে যেখানে UP ওয়ারিয়র্স তাকে ৭০ লাখ রুপিতে দলে নিয়েছিল, সেখানে ২০২৬ নিলামের প্রথম ধাক্কা হয়ে এল তার অবিক্রীত থাকার খবর।

এই নিলামে মোট ২৭৬ জন খেলোয়াড় উঠেছেন হাতুড়ির নিচে, যেখানে পাঁচ দলের স্কোয়াড মিলিয়ে ৭৩টি জায়গা ফাঁকা, যার মধ্যে ২৩টি বিদেশি কোটায়। সবচেয়ে কম বয়সী ১৬ বছরের ভারতীয় দুই ক্রিকেটার দিয়া যাদব ও ভারতী সিংহ, আর সবচেয়ে অভিজ্ঞ নাম ৩৭ বছর বয়সী সাবেক দক্ষিণ আফ্রিকান পেসার সাবনিম ইসমাইল।

হারমানপ্রীত কৌরের নেতৃত্বাধীন চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স এবং তিনবারের রানার্সআপ দিল্লি ক্যাপিটালস—দুটি দলই সর্বোচ্চ পাঁচজন খেলোয়াড় ধরে রেখেছে, ফলে তাদের কাছে নেই কোনো ‘রাইট-টু-ম্যাচ’ সুযোগ।

নিলামের প্রথম ঘণ্টাতেই অপ্রত্যাশিত চমক দিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এলেন হিলি। ফিটনেস-সংশয় না কাটলে কি তার সামনে আরও কঠিন সময় অপেক্ষা করছে? নাকি নিলামের পরের রাউন্ডে দেখা যাবে নাটকীয় প্রত্যাবর্তন?

নারী ক্রিকেটে সবচেয়ে বড় ঘরোয়া লিগের নিলাম যেন শুরুতেই উত্তেজনা ছড়িয়ে দিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow