আইপিএল ২০২৫-এর নিলামে ইতিহাস গড়লেন বিহারের ১৩ বছর বয়সী ক্রিকেটার বৈভব সুর্যবংশী। রাজস্থান রয়্যালস ১.১ কোটি রুপিতে এই কিশোর প্রতিভাকে দলে ভিড়িয়ে তাকে আইপিএল নিলামের সবচেয়ে কমবয়সী খেলোয়াড় হিসেবে পরিচিতি এনে দিয়েছে।
বয়স মাত্র ১৩ বছর ২৪৩ দিন। এই বয়সে বৈভব ইতিমধ্যেই পা রেখেছেন পেশাদার ক্রিকেটে। শনিবার সৈয়দ মুশতাক আলি ট্রফিতে বিহারের হয়ে রাজস্থানের বিপক্ষে তার অভিষেক হয়েছে। ওপেনিংয়ে নেমে মাত্র ৬ বল খেলে ১৩ রান করেন তিনি, যেখানে অনিকেত চৌধুরীর বলে পরপর দুটি ছক্কা হাঁকানোর মতো দারুণ প্রতিভার ঝলক দেখান।
বৈভব এরই মধ্যে আন্তর্জাতিক যুব ক্রিকেটেও নজর কেড়েছেন। মাত্র ১৩ বছর ২৮৮ দিনে তিনি ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে যুব টেস্টে শতরান করেন। ৫৮ বলে তার এই শতক ভারতের হয়ে দ্রুততম এবং বিশ্বে দ্বিতীয় দ্রুততম যুব টেস্ট সেঞ্চুরির রেকর্ড। চেন্নাইয়ে ১০৪ রান করা এই ইনিংস তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে।
বৈভবের ক্রিকেটার হয়ে ওঠার গল্প একেবারেই রূপকথার মতো। তার বাবা সঞ্জীব সুর্যবংশী একজন ক্রিকেটপ্রেমী ছিলেন, যিনি মুম্বাইয়ের ময়দানে ক্রিকেট খেলে বড় মঞ্চে পা রাখতে চেয়েছিলেন। কিন্তু ভাগ্য তার সঙ্গ দেয়নি। কখনো নাইটক্লাবে বাউন্সার, কখনো সুলভ শৌচালয়ে কাজ করে তিনি নিজের জীবিকা নির্বাহ করেছেন। তবু তার একমাত্র স্বপ্ন ছিল, তার সন্তান একদিন ক্রিকেটার হবে। আজ বৈভবের সাফল্য সেই স্বপ্ন পূরণের এক উজ্জ্বল উদাহরণ।
জেদ্দায় অনুষ্ঠিত আইপিএল নিলামের দ্বিতীয় দিনে বৈভবকে দলে নিতে রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। শেষমেশ রাজস্থান তাকে দলে টেনে নেয়, যা কিশোর বয়সেই তার জীবনের এক বিশাল অর্জন।
বৈভব সুর্যবংশীর মতো তরুণ প্রতিভার উঠে আসা ক্রিকেট বিশ্বের জন্য ইতিবাচক বার্তা দেয়। এই কিশোরের সাফল্য শুধু তার পরিবারের জন্য নয়, ভারতের জন্যই গর্বের বিষয়। এখন দেখার পালা, আইপিএলের মঞ্চে তিনি কেমন পারফর্ম করেন।