আইপিএলের উদ্বোধনী ম্যাচ কোথায়, খেলবে কারা

1 month ago 30

চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার ১২ দিন পরই শুরু হবে আইপিএলের জমজমাট আসর। এখনো পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেনি আইপিএল কর্তৃপক্ষ। তবে ক্রিকেট-বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো নিজস্ব সূত্রের বরাতে জানতে পেরেছে, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)।

ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২২ মার্চ, কলকাতার ইডেন গার্ডেন্সে। ক্রিকইনফো সূতে জানা গেছে, এবারের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ মে।

সূচি প্রকাশের আগেই জানা গেছে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর তথ্য। সূত্র বলছে, গতবারের রানার্সআপ সানরাইজার্স হায়দরাবাদ তাদের প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে। ২৩ মার্চ দুপুরে শুরু হবে ম্যাচটি। একই দিনে সন্ধ্যায় চেন্নাই সুপার কিংস (সিএসকে) চিপকে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের (এআই) বিরুদ্ধে নামবে।

১০ দলের অংশগ্রহণে আইপিএল অনুষ্ঠিত হবে ১২টি ভেন্যুতে। এই ভেন্যুগুলোর মধ্যে গুয়াহাটি (রাজস্থান রয়্যালসের দ্বিতীয় হোম গ্রাউন্ড) এবং ধর্মশালা (পাঞ্জাব কিংসের দ্বিতীয় হোম গ্রাউন্ড) রয়েছে।

সম্প্রতি রাজত পতিদারকে অধিনায়ক ঘোষণা করেছে বেঙ্গালুরু। তবে কলকাতা এখনো তাদের নতুন অধিনায়কের নাম ঘোষণা করেনি।

বেঙ্গালুরুর মুখোমুখি লড়াইয়ে ইডেন গার্ডেন্সে বরাবরই আধিপত্য বিস্তার করেছে কলকাতা। এখন পর্যন্ত ইডেনে হওয়া ১২ ম্যাচের মধ্যে ৮টিতেই জয় পেয়েছে তারা।

টানা ৬ ম্যাচ হারার পরও গেল মৌসুমে প্লে-অফে উঠেছিল বেঙ্গালুরু। তবে এলিমিনেটরে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় তারা।

শিরগিরই আইপিএলের চূড়ান্ত সূচি প্রকাশিত হবে। ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।

এমএইচ/

Read Entire Article