আইফোন ১৭ এর দাম কত হতে যাচ্ছে?

1 week ago 7

অ্যাপলের নতুন চমক নিয়ে হাজির হয়েছে বহুল প্রতীক্ষিত আইফোন ১৭। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে অ্যাপল পার্কে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে এটি উন্মোচন করেন কোম্পানির প্রধান নির্বাহী টিম কুক।

‘অ ড্রপিং’ নামের সেই অনুষ্ঠানে একে একে ঘোষণা দেওয়া হয় আইফোন ১৭ সিরিজ, নতুন ইয়ারবাড, অ্যাপল ওয়াচ এবং ফাইনাল কাট ক্যামেরা অ্যাপের নতুন সংস্করণের। তবে সবার নজর কাড়ে সর্বশেষ আইফোন।

অ্যাপলের ঘোষণামতে, আইফোন ১৭ সিরিজে থাকছে ৪টি ভিন্ন মডেল—আইফোন ১৭, আইফোন ১৭ এয়ার, আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স। জানা গেছে, খুব শিগগিরই অ্যাপল ভক্তরা আইফোন ১৭’র বিভিন্ন মডেল অর্ডার দিতে পারবেন এবং এ মাসেই সেগুলো তাদের হাতে পৌঁছাবে।

নতুন আইফোন সিরিজের সবচেয়ে সাশ্রয়ী মডেলটির দাম ধরা হয়েছে ৭৯৯ ডলার। বাংলাদেশ ব্যাংকের বর্তমান বিনিময় হার অনুযায়ী (১ ডলার = ১২১.৭ টাকা) এর মূল্য দাঁড়ায় প্রায় ৯৭ হাজার টাকা। এই মডেলে থাকছে ২৫৬ গিগাবাইট স্টোরেজ।

প্রথমত, আইফোন ১৭ মডেলটিতে যুক্ত করা হয়েছে নতুন প্রযুক্তির ‘সেন্টার স্টেজ’ ফ্রন্ট ক্যামেরা, যা সেলফির অভিজ্ঞতাকে নতুনভাবে উপস্থাপন করবে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। পিছনে থাকছে ৪৮ মেগাপিক্সেলের দ্বৈত ক্যামেরা সিস্টেম।

ডিসপ্লেতে থাকছে ৬.৩ ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর স্ক্রিন, যার সঙ্গে যুক্ত হয়েছে সর্বোচ্চ ১২০ হার্জ পর্যন্ত রিফ্রেশ রেটের ‘প্রো মোশন’ ফিচার। বিশেষত গেমারদের জন্য এই ফিচারটিকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

আইফোন ১৭ এর টাচস্ক্রিনে ব্যবহার করা হয়েছে নতুন ‘সিরামিক ২’ প্রযুক্তি, যা আগের মডেলগুলোর তুলনায় তিন গুণ বেশি স্ক্র্যাচ প্রতিরোধী বলে জানিয়েছে অ্যাপল। ফোনটিতে থাকছে শক্তিশালী এ১৯ চিপ, যা ব্যাটারির স্থায়িত্ব বাড়ানোর পাশাপাশি সামগ্রিক পারফরম্যান্সকে আরও উন্নত করবে।

আইফোন ১৭ প্রথমে বাজারে আসবে ২৫৬ গিগাবাইট ও ৫১২ গিগাবাইট স্টোরেজ ভ্যারিয়েন্টে। আগামী ১২ সেপ্টেম্বর থেকে প্রি-অর্ডার শুরু হবে, আর ১৯ সেপ্টেম্বর থেকে গ্রাহকদের হাতে পৌঁছাতে শুরু করবে নতুন আইফোন।

তবে বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য বাজারে কবে থেকে এই চারটি নতুন মডেল পাওয়া যাবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি অ্যাপল।
 

Read Entire Article