আইফোন ১৭ হতে যাচ্ছে অ্যাপলের সবচেয়ে পাতলা ফোন

4 hours ago 2

স্মার্টফোনের জগতে আইফোন সবচেয়ে বেশি জনপ্রিয়। দুই মাস আগেই আইফোন ১৬ লঞ্চ হয়েছে। এরই মধ্যে আইফোন ১৭ নিয়ে উন্মাদনা শুরু হয়েছে। আইফোন ১৭-এর ফিচার, ডিজাইন, লুক, ক্যামেরা কেমন হবে তা নিয়ে চলছে জোড় আলোচনা। যদিও সবই ধারণা করতে পারছেন মাত্র। অ্যাপলের পক্ষ থেকে কিছুই খোলাসা করা হয়নি।

তবে জানা যাচ্ছে অ্যাপল এবার তাদের সবচেয়ে পাতলা আইফোন আনতে চলেছে বাজারে। আইফোন ১৭ হতে যাচ্ছে অ্যাপলের সবচেয়ে পাতলা আইফোন। যা মাত্র ৬ মিলিমিটার চওড়া।

বিশ্বের বিভিন্ন দেশের প্রথম সারির সংবাদমাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। যদিও অ্যাপলের পক্ষ থেকে কোনো ঘোষণা এখনো আসেনি। তবে গুঞ্জন সত্যি হলে, আইফোন ১৭ এয়ার হতে চলেছে আইফোনের সবচেয়ে পাতলা মডেল।

আইফোন নিয়ে পুরো বিশ্বেই উন্মাদনা রয়েছে চরমে। এই স্মার্টফোনের নতুন মডেল লঞ্চ করলেই তা কিনতে লাইন পড়ে যায় স্টোরের বাইরে। এ বছর আইফোন ১৬ সিরিজ লঞ্চের পরও একই ছবি দেখা গিয়েছিল। এই খবর ছড়াতেই আইফোনপ্রেমীদের মধ্যে উন্মাদনা বেড়েছে।

তবে এখন পর্যন্ত আইফোনের সবচেয়ে পাতলা মডেল হলো আইফোন ৬। এই মডেল ৬.৯ মিলিমিটার (মিমি) চওড়া। বিভিন্ন সময় লঞ্চ হওয়া অ্যাপলের বিভিন্ন মডেল ৭.৬ মিমি থেকে ১২.৩ মিমি চওড়া। এ বছর লঞ্চ হওয়া আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স ৮.২৫ মিমি চওড়া। আইফোন ১৬ এবং আইফোন ১৬ প্লাস মডেল দু’টি ৭.৮ মিমি চওড়া। আইফোন ১৭ সিরিজের নতুন মডেল হতে চলেছে মাত্র ৬ মিমি চওড়া। এখন অপেক্ষা আইফোন ১৭ আসা পর্যন্ত।

সূত্র: ম্যাশাবল, দ্য ইকোনোমিক টাইমস

কেএসকে/এএসএম

Read Entire Article