আইফোনে স্প্যাম কল আসা বন্ধ করবেন যেভাবে

2 hours ago 5

যে কারো সঙ্গে যোগাযোগ করতে সবার ভরসা স্মার্টফোন। এছাড়া আরও নানান কাজে সারাক্ষণ ব্যবহার করছেন ফোনটিকে। তবে স্মার্টফোন ব্যবহারে নানান বিড়ম্বনার মধ্যে একটি হচ্ছে স্প্যাম কল।

ধরুন, ব্যস্ততার সময় ফোন থেকে একটু দূরেই আছেন। দেখা যায় খুব জরুরি কোনো মিটিংয়ে আছেন বা কোনো কাজে এমন সময় কল এলো, তাড়াহুড়া করে রিসিভ করলেন কিন্তু দেখলেন স্প্যাম কল। তখন বিরক্তির সীমা থাকে না। আবার স্প্যাম কলে অনেকে প্রতারিত হয়ে সর্বস্বান্ত হয়েছেন।

চাইলে খুব সহজে ফোনের সেটিংস থেকেই স্প্যাম কল আসা বন্ধ করতে পারবেন। দেখে নিন আইফোনে কাজটি কীভাবে করবেন-

>> প্রথমেই আইফোনের ‘সেটিংস’ অপশনে যান।
>> নিচের দিকে স্ক্রল করে ‘ফোন’ অপশনে ট্যাপ করুন।
>> ‘সাইলেন্স আননোন কলার’ অপশনে ক্লিক করুন।
>> সবশেষে ‘ডান’ অপশনে ট্যাপ করুন।

অ্যান্ড্রয়েডে অযাচিত কল ব্লক করতে হলে-

>> প্রথমেই ‘ডায়ালার’ খুলুন।
>> তারপর তিনটি ভার্টিকাল ডটে ক্লিক করুন।
>> ফোনের ‘সেটিংস’ অপশন সিলেক্ট করুন।
>> এখানে ‘ব্লক নম্বর’ অপশনে ট্যাপ করুন।
>> সবশেষে ‘ব্লক আননোন কলার’ অপশনে ক্লিক করুন।

সূত্র: অ্যাপল

কেএসকে/জিকেএস

Read Entire Article