আইরিশদের হোয়াইটওয়াশ জ্যোতিদের

3 weeks ago 12

ছন্দ ধরে রেখে তিন ম্যাচেই ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছেন শারমিন আক্তার সুপ্তা ও ফারজানা হক পিংকি। দুজনের জোড়া ফিফটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচেও দাপুটের সঙ্গে জিতেছে বাংলাদেশ। দারুণ জয়ে সফরকারীদের হোয়াইটওয়াশ করল নিগার সুলতানা জ্যোতির দল। তিন ম্যাচের সবকয়টিতে জিতে সিরিজ ৩-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে তারা।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করে নির্ধারিত ওভারে ১৮৫ রান তোলে আইরিশরা। ১২.৩ ওভার বাকি রেখেই লক্ষ্য পেরিয়ে যান জ্যোতিরা। ৮৮ বলে ৭২ রান করে ম্যাচসেরার পুরস্কার নেন সুপ্তা। টানা তিন ম্যাচেই ফিফটি করার পুরস্কার হিসেবে সিরিজসেরা হন পিংকি।

ছোট লক্ষ্য তাড়া করতে গিয়েও শুরুতে হোঁচট খায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচের মতো ব্যর্থ ছিলেন ওপেনার মুর্শিদা খাতুন। ৬ রান করে সাজঘরে ফেরেন তিনি। পরের গল্পটা লিখেছেন পিংকি ও সুপ্তা। ১৪৩ রানের জুটিতে রেকর্ড গড়েছেন তারা। আগের সেরা জুটিটি ছিল সুপ্তা ও রুমানা আহমেদের, সেটাও আবার ৭ বছর আগে দক্ষিণ আফ্রিকাতে। দলীয় ১৫২ রানের সময় ফেরেন সুপ্তা (৭২)। জয়ের ধারে গিয়ে ফেরেন পিংকিও (৬১)। এরপর অধিনায়ক নিগার সুলতানার অপরাজিত ১৮ রানে চড়ে সহজ জয় তুলে নেয় তারা।

আগামীকাল (০৩ ডিসেম্বর) সকালে টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটের উদ্দেশে রওনা দেবেন তারা।

Read Entire Article