আইসিইউতে অভিনেতা ধর্মেন্দ্র

16 hours ago 6
হঠাৎ হাসপাতালে ভর্তি বলিউড অভিনেতা ধর্মেন্দ্র । শুক্রবার (৩১ অক্টোবর) রাতে শ্বাসকষ্টজনিত সমস্যা হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন ৮৯ বছর বয়সী এই অভিনেতা। তবে, পরিবারের পক্ষ থেকে ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা নিয়ে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি। ভারতীয় গণমাধ্যমকে তারা জানিয়েছে, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তিনি আপাতত ভালো আছেন। ধর্মেন্দ্রের শারীরিক অবস্থা প্রসঙ্গে হাসপাতাল সূত্রের ভাষ্য, ‘শ্বাসকষ্ট নিয়ে ভর্তি, তবে রাতে ভালো ঘুমিয়েছেন। ধর্মেন্দ্রর শারীরিক পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল। রক্তচাপ ও হৃদস্পন্দন পর্যবেক্ষণ করা হয়েছে, সব ঠিক আছে। প্রস্রাবের পরিমাণও যথাযথ।’ এর আগে, গত এপ্রিলে ধর্মেন্দ্রর চোখে অস্ত্রোপচার হয়েছিল। সে সময়ে চোখে ব্যান্ডেজ নিয়ে প্রবীণ অভিনেতার হাসপাতাল থেকে বাড়ি ফেরার ভিডিও ভাইরাল হয়। তবে বার্ধক্য এলেও তার ভারে যে তিনি নুইয়ে পড়েননি, পাপারাজ্জিদের মুখোমুখি হয়ে তখন সে কথাই স্পষ্ট জানিয়েছিলেন ধর্মেন্দ্র। সূত্র : টাইমস অব ইন্ডিয়া
Read Entire Article