আইসিইউতে খালেদা জিয়া

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) নেয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। হার্ট ও ফুসফুসের জটিলতা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৪ নভেম্বর) রাতে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য। এদিকে নিজের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বেগম খালেদা জিয়া। সোমবার সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানান তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, “চেয়ারপারসন দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন মহান আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করেন।” এর আগে রোববার (২৩ নভেম্বর) রাতে অবস্থা সংকটাপন্ন হয়ে পড়লে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। চিকিৎসা বোর্ডের সদস্য অধ্যাপক এফ এম সিদ্দিকী সাংবাদিকদের জানান, খালেদা জিয়ার বুকে সংক্রমণ ধরা পড়েছে, যা হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে ছড়িয়ে পড়েছে। হৃদরোগের সমস্যা আগেই ছিল, তার ওপর এই সংক্রমণ শ্বাসকষ্ট আরও বাড়িয়ে

আইসিইউতে খালেদা জিয়া

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) নেয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। হার্ট ও ফুসফুসের জটিলতা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৪ নভেম্বর) রাতে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য।

এদিকে নিজের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বেগম খালেদা জিয়া। সোমবার সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানান তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, “চেয়ারপারসন দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন মহান আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করেন।”

এর আগে রোববার (২৩ নভেম্বর) রাতে অবস্থা সংকটাপন্ন হয়ে পড়লে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

চিকিৎসা বোর্ডের সদস্য অধ্যাপক এফ এম সিদ্দিকী সাংবাদিকদের জানান, খালেদা জিয়ার বুকে সংক্রমণ ধরা পড়েছে, যা হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে ছড়িয়ে পড়েছে। হৃদরোগের সমস্যা আগেই ছিল, তার ওপর এই সংক্রমণ শ্বাসকষ্ট আরও বাড়িয়ে দিয়েছে। হাসপাতালে নেওয়ার পর জরুরি পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে অ্যান্টিবায়োটিকসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow