আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫: দল, সূচি ও সম্প্রচার তথ্য

1 month ago 30
দীর্ঘ আট বছর পর ক্রিকেট বিশ্ব আবারও পাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির উত্তেজনা। ২০২৫ সালের এই প্রতিযোগিতা আয়োজনের স্বত্ব পেয়েছে পাকিস্তান, তবে রাজনৈতিক জটিলতার কারণে ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দুবাইয়ে। এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও অস্ট্রেলিয়ার শক্তিশালী দলগুলো এবার শিরোপার জন্য লড়বে পাকিস্তানের মাঠে। ১৯ ফেব্রুয়ারি করাচিতে স্বাগতিক ও বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে এই জমকালো আসর। শুধু ক্রিকেট নয়, এই টুর্নামেন্ট ঘিরে বাড়তি উত্তেজনা রয়েছে ভারত-পাকিস্তান দ্বৈরথ নিয়েও। ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই, যা গোটা ক্রিকেট দুনিয়ার নজর কেড়ে নেবে নিশ্চিতভাবে। গ্রুপ বিভাজন: কোন দল কার প্রতিপক্ষ? চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আট দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে: গ্রুপ এ: পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড, বাংলাদেশ গ্রুপ বি: অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান প্রতিটি গ্রুপের সেরা দুই দল সেমিফাইনালে উঠবে, যেখানে আরও কঠিন প্রতিদ্বন্দ্বিতা অপেক্ষা করছে সবার জন্য। দলগুলোর স্কোয়াড: কারা লড়বেন শিরোপার জন্য? বাংলাদেশ অধিনায়ক: নাজমুল হোসেন শান্ত দল: সৌম্য সরকার, তানজিদ হাসান, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা কোচ: ফিল সিমন্স ভারত অধিনায়ক: রোহিত শর্মা দল: শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, ঋষভ পন্ত, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দার, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মোহাম্মদ শামি, অর্শদীপ সিং, রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তী কোচ: গৌতম গম্ভীর পাকিস্তান অধিনায়ক: মোহাম্মদ রিজওয়ান দল: বাবর আজম, ফখর জামান, কামরান গুলাম, সৌদ শাকিল, তৈয়ব তাহির, ফাহিম আশরাফ, খুশদিল শাহ, সালমান আলি আগা, উসমান খান, আবরার আহমেদ, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি কোচ: আকিব জাভেদ (অন্তর্বর্তীকালীন) নিউজিল্যান্ড অধিনায়ক: মিচেল স্যান্টনার দল: মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, কাইল জেমিসন, ম্যাট হেনরি, টম লাথাম, ড্যারিল মিচেল, উইল ও'রউর্ক, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, জ্যাকব ডাফি, নাথান স্মিথ, কেন উইলিয়ামসন, উইল ইয়াং কোচ: গ্যারি স্টিড ইংল্যান্ড অধিনায়ক: জস বাটলার দল: জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, টম ব্যান্টন, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, জো রুট, সাকিব মাহমুদ, ফিল সল্ট, মার্ক উড কোচ: ব্রেন্ডন ম্যাককালাম অস্ট্রেলিয়া অধিনায়ক: স্টিভ স্মিথ দল: শন অ্যাবট, অ্যালেক্স কেরি, বেন ডোয়ারশুইস, নাথান এলিস, জেক ফ্রেজার-ম্যাকগার্ক, অ্যারন হার্ডি, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, তানভীর সাঙ্গা, ম্যাথু শর্ট, অ্যাডাম জাম্পা কোচ: অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড দক্ষিণ আফ্রিকা অধিনায়ক: টেম্বা বাভুমা দল: টনি ডি জর্জি, মার্কো ইয়ানসেন, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, তাবরাইজ শামসি, ট্রিস্টান স্টাবস, রাসি ভ্যান ডার ডুসেন, করবিন বোশ কোচ: রব ওয়াল্টার আফগানিস্তান অধিনায়ক: হাশমতউল্লাহ শাহিদি দল: ইব্রাহিম জাদরান, রহমানুল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ আতল, রহমত শাহ, ইকরাম আলিখিল, গুলবাদিন নাইব, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নাংগিয়াল খারোতি, নূর আহমেদ, ফজলহক ফারুকি, ফরিদ মালিক, নবিদ জাদরান কোচ: জোনাথন ট্রট পূর্ণাঙ্গ সূচি: কখন, কোথায় কোন ম্যাচ? এই প্রতিযোগিতায় মোট ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মধ্যে ফাইনাল হবে ৯ মার্চ। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়। ম্যাচের সূচি: ফেব্রুয়ারি ১৯: পাকিস্তান বনাম নিউজিল্যান্ড (করাচি) ফেব্রুয়ারি ২০: বাংলাদেশ বনাম ভারত (দুবাই) ফেব্রুয়ারি ২১: আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা (করাচি) ফেব্রুয়ারি ২২: অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড (লাহোর) ফেব্রুয়ারি ২৩: পাকিস্তান বনাম ভারত (দুবাই) ফেব্রুয়ারি ২৪: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড (রাওয়ালপিন্ডি) ফেব্রুয়ারি ২৫: অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা (রাওয়ালপিন্ডি) ফেব্রুয়ারি ২৬: আফগানিস্তান বনাম ইংল্যান্ড (লাহোর) ফেব্রুয়ারি ২৭: পাকিস্তান বনাম বাংলাদেশ (রাওয়ালপিন্ডি) ফেব্রুয়ারি ২৮: আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া (লাহোর) মার্চ ১: দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড (করাচি) মার্চ ২: নিউজিল্যান্ড বনাম ভারত (দুবাই) মার্চ ৪: প্রথম সেমিফাইনাল (দুবাই) মার্চ ৫: দ্বিতীয় সেমিফাইনাল (লাহোর) মার্চ ৯: ফাইনাল (লাহোর / দুবাই) কোথায় দেখা যাবে চ্যাম্পিয়ন্স ট্রফির সরাসরি সম্প্রচার? ভারতে: JioStar (টিভি), JioHotstar (ডিজিটাল) বাংলাদেশে: নাগরিক টিভি, টি স্পোর্টস, টফি অ্যাপ পাকিস্তানে: পিটিভি, টেন স্পোর্টস, মাইকো, Tamasha ইংল্যান্ডে: Sky Sports Cricket, SkyGO যুক্তরাষ্ট্র ও কানাডায়: Willow TV, Willow by Cricbuzz অস্ট্রেলিয়ায়: Prime Video দক্ষিণ আফ্রিকায়: SuperSport চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ শুধুমাত্র আরেকটি আইসিসি টুর্নামেন্ট নয়, বরং ক্রিকেটের রাজত্বের মঞ্চে ফেরার লড়াই। আট বছর পর এই প্রতিযোগিতা ফিরেছে, যেখানে বিশ্বের সেরা দলগুলো মুখোমুখি হবে একে অপরের বিরুদ্ধে। ভারত-পাকিস্তান উত্তেজনা, বাংলাদেশের চ্যালেঞ্জ, অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের দ্বৈরথ— সবকিছু মিলিয়ে আগামী কয়েক সপ্তাহ ক্রিকেটপ্রেমীদের জন্য হতে যাচ্ছে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। কে জিতবে সাদা ব্লেজার আর চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা? উত্তর জানা যাবে ৯ মার্চ!
Read Entire Article