আইসিসি থেকে কত টাকা পায়, জানাল বিসিবি
‘আইসিসি থেকে ৯০-৯৫ শতাংশ রাজস্ব পায় বিসিবি’ সম্প্রতি এমন মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এরপর অনেকের মনেই প্রশ্ন, আসলেই কি আইসিসি থেকে বিসিবি এত শতাংশ রাজস্ব পায়। এ বিষয়ে এবার মুখ খুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আইসিসি থেকে প্রতি বছর বিসিবি ৫৫–৬০ শতাংশ রাজস্ব পেয়ে থাকে। সাম্প্রতিক সময়ে নানা কারণে বিসিবির অভ্যন্তরীণ আয় কিছুটা কমলেও আইসিসি থেকে বিসিবি কোনোভাবেই ৯০ শতাংশেরও বেশি আয় করে না, যেটা তামিম বলেছেন। তামিমের এমন মন্তব্য অবশ্য ভালো চোখে দেখেননি বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। তামিমকে ভারতীয় দালাল আখ্যা দেন তিনি। এরপর থেকেই আলোচনায় আসে আইসিসি থেকে কেমন অর্থ পায় বিসিবি। আইসিসির রাজস্ব ছাড়াও বিসিবির আয়ের উৎসের মধ্যে রয়েছে আন্তর্জাতিক সিরিজের টিভি স্বত্ব, স্পনসরশিপ, জাতীয় দলের টাইটেল স্পনসর, ইন্টারন্যাশনাল হোম সিরিজ স্পনসর, কিট স্পনসরশিপ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), ঢাকা প্রিমিয়ার লিগ (সিসিডিএম) এবং ঘরোয়া টুর্নামেন্টগুলো (এনসিএল, বিসিএল) থেকেও বোর্ডের আয় হয়। এ ছাড়া স্টেডিয়ামের
‘আইসিসি থেকে ৯০-৯৫ শতাংশ রাজস্ব পায় বিসিবি’ সম্প্রতি এমন মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এরপর অনেকের মনেই প্রশ্ন, আসলেই কি আইসিসি থেকে বিসিবি এত শতাংশ রাজস্ব পায়। এ বিষয়ে এবার মুখ খুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আইসিসি থেকে প্রতি বছর বিসিবি ৫৫–৬০ শতাংশ রাজস্ব পেয়ে থাকে।
সাম্প্রতিক সময়ে নানা কারণে বিসিবির অভ্যন্তরীণ আয় কিছুটা কমলেও আইসিসি থেকে বিসিবি কোনোভাবেই ৯০ শতাংশেরও বেশি আয় করে না, যেটা তামিম বলেছেন।
তামিমের এমন মন্তব্য অবশ্য ভালো চোখে দেখেননি বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। তামিমকে ভারতীয় দালাল আখ্যা দেন তিনি। এরপর থেকেই আলোচনায় আসে আইসিসি থেকে কেমন অর্থ পায় বিসিবি।
আইসিসির রাজস্ব ছাড়াও বিসিবির আয়ের উৎসের মধ্যে রয়েছে আন্তর্জাতিক সিরিজের টিভি স্বত্ব, স্পনসরশিপ, জাতীয় দলের টাইটেল স্পনসর, ইন্টারন্যাশনাল হোম সিরিজ স্পনসর, কিট স্পনসরশিপ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), ঢাকা প্রিমিয়ার লিগ (সিসিডিএম) এবং ঘরোয়া টুর্নামেন্টগুলো (এনসিএল, বিসিএল) থেকেও বোর্ডের আয় হয়।
এ ছাড়া স্টেডিয়ামের টিকিট বিক্রি এবং গ্রাউন্ড রাইটসও আয়ের একটি অংশ। শুধু তাই নয়, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) থেকে প্রাপ্ত লভ্যাংশ এবং ব্যাংকে রাখা স্থায়ী আমানত বা এফডিআরের সুদ বিসিবির কোষাগার সমৃদ্ধ করে।
What's Your Reaction?