আইসিসিই ক্রিকেটারদের প্রাইজমানি দেয়নি, দাবি বিসিবি পরিচালকের

2 months ago 37

বিস্ফোরক এক দাবি করেছেন বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে পদত্যাগ করা সাবেক সাধারণ সম্পাদক দেবব্রত পাল। আজ রোববার বিকেলে জানিয়েছেন, ২০২৩ বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও নারী বিশ্বকাপের প্রাইজমানির অর্থ পাননি ক্রিকেটাররা।

ক্রিকেটাররা টাকা পাননি, এটা সত্য। তবে ক্রিকেটারদের মাঝে প্রাইজমানি না দেওয়ার পেছনে বোর্ডের অস্বচ্ছতা রয়েছে, এমন অভিযোগকে মিথ্যা বলে উড়িয়ে দিলেন বিসিবির এক পরিচালক।

দেবব্রত পাল বলেন, ‘২০২৩ ওয়ানডে বিশ্বকাপ হয়েছিল ভারতে। সেই ওয়ানডে বিশ্বকাপের টাকা আইসিসির সঙ্গে চুক্তি অনুযায়ী ৫০ দিনের মধ্যে দেওয়ার কথা। এটা খেলোয়াড়দের মধ্যে বণ্টন হয়, সেই টাকা এখন পর্যন্ত দেওয়া হয়নি। এই বিশ্বকাপও কিন্তু ১৪ দিন চলে গেছে। কেউ একটি টাকাও পায়নি।’

কেন ক্রিকেটাররা টাকা পাননি? এমন প্রশ্নে জাগো নিউজের সঙ্গে আলাপে নাম প্রকাশ্যে অনিচ্ছুক বিসিবির একজন পরিচালক জানালেন, আসলে এখনও প্রাইজমানির অর্থ হস্তান্তর করেনি আইসিসি, তাই ক্রিকেটাররা পাননি।

ওই কর্মকর্তা বলেন, ‘বিসিবি ক্রিকেটারদের মাঝে প্রাইজমানির অর্থ বণ্টন করবে কী করে? বিসিবি তো টাকাই পায়নি। টাকা পেলে নিশ্চয়ই ক্রিকেটারদের মাঝে তা বিতরণ করা হতো। আইসিসির দেওয়া অর্থ ক্রিকেটারদের দেওয়া হবে না, এটা কি হয়? কিন্তু অর্থটাতো আগে পেতে হবে। আইসিসি থেকে প্রাইজমানির অর্থই এখনও দেওয়া হয়নি। তাই ক্রিকেটারদের হাতে টাকা পৌঁছায়নি। এখানে বিসিবির গাফিলতি, অস্বচ্ছতার কিছুই নেই।’

এআরবি/এমএমআর/জিকেএস

Read Entire Article