আইসিসিতে ভোটে হেরে গেল বাংলাদেশ, পাশে ছিল শুধু একটি দেশ
বাংলাদেশ দলের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বুধবার (২১ জানুয়ারি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ভার্চুয়ালি বৈঠক করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ভার্চুয়াল সভায় ক্রিকেট খেলুড়ে ১৫টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আইসিসির হেড অফ ইভেন্টস, লিগ্যাল অফিসারসহ অন্যান্য কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশের দাবি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সূচি পরিবর্তন, বিশ্বকাপ শুরুর আগে বিভিন্ন সমস্যা এবং বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের প্রস্তাব বিবেচনা করা হয়। তবে আইসিসি স্পষ্ট জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ নির্ধারিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে এবং কোনও ম্যাচ কেন্দ্র বা সূচি পরিবর্তন করা হবে না। বিসিবি যদি নির্ধারিত সূচি অনুযায়ী ভারতে না যায়, তবে অন্য কোনও দেশকে বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। বৈঠকের শেষে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এতে ১৫ সদস্যের মধ্যে একমাত্র পাকিস্তান বাংলাদেশের পক্ষে ভোট দেয়; বাকিরা বিপক্ষে ভোট দেন। ফলে বাংলাদেশের ভেন্যু বা ম্যাচ কেন্দ্র পরিবর্তনের দাবি খারিজ হয়ে যায়। তবে বিকল্প দল নেওয়ার সিদ্ধান্তে ১৪ট
বাংলাদেশ দলের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বুধবার (২১ জানুয়ারি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ভার্চুয়ালি বৈঠক করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
ভার্চুয়াল সভায় ক্রিকেট খেলুড়ে ১৫টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আইসিসির হেড অফ ইভেন্টস, লিগ্যাল অফিসারসহ অন্যান্য কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশের দাবি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সূচি পরিবর্তন, বিশ্বকাপ শুরুর আগে বিভিন্ন সমস্যা এবং বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের প্রস্তাব বিবেচনা করা হয়। তবে আইসিসি স্পষ্ট জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ নির্ধারিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে এবং কোনও ম্যাচ কেন্দ্র বা সূচি পরিবর্তন করা হবে না।
বিসিবি যদি নির্ধারিত সূচি অনুযায়ী ভারতে না যায়, তবে অন্য কোনও দেশকে বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। বৈঠকের শেষে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এতে ১৫ সদস্যের মধ্যে একমাত্র পাকিস্তান বাংলাদেশের পক্ষে ভোট দেয়; বাকিরা বিপক্ষে ভোট দেন। ফলে বাংলাদেশের ভেন্যু বা ম্যাচ কেন্দ্র পরিবর্তনের দাবি খারিজ হয়ে যায়। তবে বিকল্প দল নেওয়ার সিদ্ধান্তে ১৪টি দেশের প্রতিনিধিরা সম্মত হন।
আইসিসি জানিয়েছে, বাংলাদেশ সরকারের সঙ্গে এক দিনের মধ্যে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে। তা না হলে অন্য কোনও দেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।
এদিকে, বাংলাদেশ আগেই গ্রুপ পরিবর্তনের প্রস্তাব দিয়েছিল। তারা চেয়েছিল, বাংলাদেশকে বি গ্রুপে স্থানান্তর করা হোক এবং আয়ারল্যান্ডকে সি গ্রুপে রাখা হোক। তবে আইসিসি এবং আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড উভয়ই প্রস্তাবে রাজি হয়নি।
শেষ পর্যন্ত, বাংলাদেশ যদি বিশ্বকাপে না খেলতে চায়, তবে ক্রমিকালানুক্রম অনুযায়ী স্কটল্যান্ড বিকল্প হিসেবে অংশগ্রহণের সুযোগ পাবে।
What's Your Reaction?