আইসিসিতে মিয়ানমারের জান্তাপ্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন

3 hours ago 4

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও প্রতিরক্ষাবাহিনীর প্রধান মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছে। রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে তার জড়িত থাকার অভিযোগে আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান এ আবেদন করেন।

বুধবার (২৭ নভেম্বর) আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। খবর রয়টার্স।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৬-১৭ সালে রাখাইন রাজ্যে সংঘটিত সহিংসতা এবং এর ফলে রোহিঙ্গাদের বাংলাদেশে পালিয়ে আসার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের প্রমাণ পাওয়া গেছে। এই অপরাধে মিন অং হ্লাইংকে বিশেষভাবে দায়ী বলে মনে করছে আইসিসি।

প্রকাশিত তথ্য অনুযায়ী, মিয়ানমারের সামরিক বাহিনী, পুলিশ এবং কিছু বেসামরিক ব্যক্তির সহায়তায় ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই অপরাধ সংঘটিত হয়। নির্বাসন, নিপীড়নসহ রোহিঙ্গাদের ওপর চালানো নির্যাতনকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করেছেন আদালত।

আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান বলেন, মিয়ানমার সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তার বিরুদ্ধে এটি আমাদের প্রথম গ্রেপ্তারি পরোয়ানার আবেদন। আমরা শিগগিরই আরও আবেদন করব। এখন বিচারকরা নির্ধারণ করবেন, এই আবেদনটি গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য যথাযথ কিনা।

গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে, সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় সব প্রচেষ্টা আইসিসি করবে বলে জানানো হয়। রোহিঙ্গা নিপীড়নের বিচার প্রক্রিয়া অব্যাহত রাখতে আগামী দিনে আরও উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছে আইসিসি।

Read Entire Article