আইসিসিবিতে চলছে সিরামিক এক্সপো বাংলাদেশ, প্যাভিলিয়নে চমক ‘স্পিরিট অব লাইট’
রাজধানীর আইসিসিবিতে শুরু হয়েছে সিরামিক এক্সপো বাংলাদেশ-২০২৫। এবারের আসরে অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে এক্স সিরামিকস গ্রুপের আর্কিটেকচারাল কনসেপ্টভিত্তিক প্যাভিলিয়ন ‘স্পিরিট অব লাইট’। জাপানের বিখ্যাত স্থপতি তাদাও আন্দোর অনুপ্রেরণায় তৈরি এ নান্দনিক ইনস্টলেশনটি এক্সপোতে আলাদা নজর কাড়ছে।
প্যাভিলিয়নটির ডিজাইন করেছেন এক্স সিরামিকসের সিনিয়র আর্কিটেক্ট মৌসুমি কবির। আলো-ছায়া, কংক্রিট ও মিনিমালিজমের সমন্বয়ে তৈরি এই স্পেসে রয়েছে তাদাও আন্দোকে নিবেদিত বিশেষ ট্রিবিউট কর্নার।
এক্সপোতে এক্স সিরামিকস তাদের মাল্টি ব্র্যান্ড পোর্টফোলিও এক্স মনিকা, এক্স মোনালিসা, এক্স আলেকজান্ডার, এক্স টাইলস অ্যান্ড সেনিটারি ও এক্স বাথওয়্যার প্রদর্শন করছে। এ বছর বিশেষ আকর্ষণ ইতালিয়ান সিরিজ, যার মধ্যে রয়েছে কংক্রিট, এক্স স্টোন, এক্স স্লেট, উড ট্রেইল ও প্রিমিয়াম বাথওয়্যার।
এক্স সিরামিকস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মাহীন মাযহার বলেন, ‘স্পিরিট অব লাইট আমাদের ডিজাইন দর্শন, নান্দনিকতা এবং মানের প্রতি প্রতিশ্রুতির প্রতিফলন। তাদাও আন্দো থেকে অনুপ্রেরণা নিয়ে আমরা স্থাপত্যের গভীরতা, আলোর শক্তি ও আধ্যাত্মিক সরলতাকে ফুটিয়ে তুলেছ
রাজধানীর আইসিসিবিতে শুরু হয়েছে সিরামিক এক্সপো বাংলাদেশ-২০২৫। এবারের আসরে অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে এক্স সিরামিকস গ্রুপের আর্কিটেকচারাল কনসেপ্টভিত্তিক প্যাভিলিয়ন ‘স্পিরিট অব লাইট’। জাপানের বিখ্যাত স্থপতি তাদাও আন্দোর অনুপ্রেরণায় তৈরি এ নান্দনিক ইনস্টলেশনটি এক্সপোতে আলাদা নজর কাড়ছে।
প্যাভিলিয়নটির ডিজাইন করেছেন এক্স সিরামিকসের সিনিয়র আর্কিটেক্ট মৌসুমি কবির। আলো-ছায়া, কংক্রিট ও মিনিমালিজমের সমন্বয়ে তৈরি এই স্পেসে রয়েছে তাদাও আন্দোকে নিবেদিত বিশেষ ট্রিবিউট কর্নার।
এক্সপোতে এক্স সিরামিকস তাদের মাল্টি ব্র্যান্ড পোর্টফোলিও এক্স মনিকা, এক্স মোনালিসা, এক্স আলেকজান্ডার, এক্স টাইলস অ্যান্ড সেনিটারি ও এক্স বাথওয়্যার প্রদর্শন করছে। এ বছর বিশেষ আকর্ষণ ইতালিয়ান সিরিজ, যার মধ্যে রয়েছে কংক্রিট, এক্স স্টোন, এক্স স্লেট, উড ট্রেইল ও প্রিমিয়াম বাথওয়্যার।
এক্স সিরামিকস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মাহীন মাযহার বলেন, ‘স্পিরিট অব লাইট আমাদের ডিজাইন দর্শন, নান্দনিকতা এবং মানের প্রতি প্রতিশ্রুতির প্রতিফলন। তাদাও আন্দো থেকে অনুপ্রেরণা নিয়ে আমরা স্থাপত্যের গভীরতা, আলোর শক্তি ও আধ্যাত্মিক সরলতাকে ফুটিয়ে তুলেছি। ইতালিয়ান ডিজাইন সহযোগিতা আমাদের কালেকশনকে বিশ্বমানের দিকে আরও এগিয়ে নিচ্ছে।’
ব্র্যান্ড ও মার্কেটিং ডিরেক্টর মোরশেদ আলম বলেন ,‘এই প্যাভিলিয়ন কেবল একটি স্টল নয়, এটি একটি পূর্ণাঙ্গ অভিজ্ঞতা। শিল্প, স্থাপত্য ও পণ্য-উদ্ভাবনকে একসঙ্গে উপস্থাপনের মধ্য দিয়ে আমরা এক্স সিরামিকসের ব্র্যান্ড ইভল্যুশনকে নতুন মাত্রায় তুলে ধরেছি।’