আইসিসির জবাবের অপেক্ষায় বিসিবি

নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে অনাগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হলেও এখনো পর্যন্ত বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পায়নি বিসিবি। তবে খুব শিগগিরই এ নিয়ে আলোচনায় বসা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপির কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোক জানাতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বিসিবি সভাপতি। সেখানেই তিনি বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন। আমিনুল ইসলাম বুলবুল জানান, বোর্ডের ভেতরে একাধিক বৈঠকের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর ভাষায়, বোর্ড এখন ভারতে খেলতে যাওয়ার বিষয়ে নিজেদের নিরাপদ মনে করছে না। সেই অবস্থানই আইসিসিকে জানানো হয়েছে। তিনি বলেন, খুব দ্রুতই আইসিসি আলোচনার জন্য বিসিবিকে ডাকবে বলে তিনি প্রত্যাশা করছেন। ভবিষ্যৎ পদক্ষেপ অনেকটাই নির্ভর করছে আইসিসির ইমেইল জবাবের ওপর। মুস্তাফিজুর রহমান ইস্যুতে বিসিসিআইয়ের সঙ্গে সরাসরি কোনো য

আইসিসির জবাবের অপেক্ষায় বিসিবি
নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে অনাগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হলেও এখনো পর্যন্ত বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পায়নি বিসিবি। তবে খুব শিগগিরই এ নিয়ে আলোচনায় বসা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপির কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোক জানাতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বিসিবি সভাপতি। সেখানেই তিনি বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন। আমিনুল ইসলাম বুলবুল জানান, বোর্ডের ভেতরে একাধিক বৈঠকের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর ভাষায়, বোর্ড এখন ভারতে খেলতে যাওয়ার বিষয়ে নিজেদের নিরাপদ মনে করছে না। সেই অবস্থানই আইসিসিকে জানানো হয়েছে। তিনি বলেন, খুব দ্রুতই আইসিসি আলোচনার জন্য বিসিবিকে ডাকবে বলে তিনি প্রত্যাশা করছেন। ভবিষ্যৎ পদক্ষেপ অনেকটাই নির্ভর করছে আইসিসির ইমেইল জবাবের ওপর। মুস্তাফিজুর রহমান ইস্যুতে বিসিসিআইয়ের সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি পরিষ্কার করে জানান, এই মুহূর্তে ভারতের বোর্ডের সঙ্গে তাদের কোনো কথা হয়নি। তাঁর মতে, যেহেতু এটি আইসিসির একটি টুর্নামেন্ট, তাই যোগাযোগের জায়গাটিও আইসিসিকেন্দ্রিক। বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়ে বিসিবি সভাপতি বলেন, তিনি দেশের ইতিহাসের অন্যতম সেরা ফাস্ট বোলার এবং জাতীয় দলের গুরুত্বপূর্ণ সম্পদ। আমিনুল ইসলাম বুলবুলের মতে, একজন ক্রিকেটার যখন মাঠে নামেন, তখন শুধু পারফরম্যান্স নয়, নিজের সম্মান ও মর্যাদাও সঙ্গে করে নেন। সেই জায়গায় কোনো ক্রিকেটারকে অসম্মান করা হলে বোর্ড হিসেবে সেটিকে ইতিবাচকভাবে নেওয়া সম্ভব নয়। তিনি স্বীকার করেন, মোস্তাফিজকে ঘিরে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ বিসিবির সবাইকে গভীরভাবে ব্যথিত করেছে। আইসিসির সিদ্ধান্তের দিকে তাকিয়ে এখন বিসিবি। নিরাপত্তা, সম্মান ও ক্রিকেটারদের সুরক্ষা—এই তিনটি বিষয়কে সামনে রেখেই পরবর্তী অবস্থান নির্ধারণ করবে বোর্ড।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow