নাওমি ওসাকা সবশেষ চলতি মাসের শুরুতে খেলেছিলেন কানাডিয়ান ন্যাশনাল ব্যাংক ওপেনে। নেমেছিলেন নারী এককের ফাইনালেও। তবে স্বাগতিক ভিক্টোরিয়া এমবোকোর কাছে হারিয়েছিলেন শিরোপা। সেই ক্ষত নিয়েই এবার নেমেছেন চলমান ইউএস ওপেন। যেখানে শুরুটা পেয়েছেন দুর্দান্ত। নারী এককের প্রথম রাউন্ডের খেলায় বেলজিয়ামের গ্রীট মিনেনকে দাপটের সঙ্গেই হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন জাপানিজ এই টেনিস তারকা।
তবে এই ম্যাচে তার... বিস্তারিত