আউটসোর্সিং কর্মীদের অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়ার প্রমাণ মিলেছে

2 months ago 7

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে ওয়ার্ডে রোগী নিতে এবং অ্যাম্বুলেন্স সেবায় সিন্ডিকেটের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়ার প্রমাণ পেয়েছে দুদক।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালান দুদকের রাজশাহী অফিসের সহকারী পরিচালক আমির হোসেন।

তিনি জানান, হাসপাতালে দৈনিক মজুরি ভিত্তিতে সেসব আউটসোর্সিং কর্মী রয়েছেন তারা জরুরি বিভাগ থেকে ট্রলিতে করে রোগী বিভিন্ন ওয়ার্ডে নিয়ে যান। সে সময় তারা রোগীর স্বজনদের কাছ থেকে ২০০ থেকে কোনো কোনো সময় ৫০০ টাকা আদায় করেন। এটা অন্যায়। অন্যদিকে বেসরকারি অ্যাম্বুলেন্স চালকরা সিন্ডিকেটের মাধ্যমে রোগী ও মৃতদের স্বজনদের নিকট থেকে এক হাজার বাড়তি টাকা ইনকাম করেন। এ বিষয়ে ব্যবস্থা নিতে দুদক কমিশনে লিখিত প্রতিবেদন পাঠাবে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আউটসোর্সিং কর্মীর মাসে ৪ হাজার টাকা পান। রোগীর স্বজনরা খুশি হয়ে দিলে টাকা নেন। এটা বন্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সাখাওয়াত হোসেন/আরএইচ/জেআইএম

Read Entire Article