আউটসোর্সিং কর্মীদের অবরোধ, আড়াই ঘণ্টা পর যান চলাচল শুরু

7 hours ago 5
চাকরি স্থায়ীকরণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক অবরোধ করা বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মীদের সরিয়ে দিয়েছে পুলিশ। ফলে আড়াই ঘণ্টা পর সড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ৩টার পর জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে এক দফা দাবি নিয়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। একপর্যায়ে তোপখানা সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। তখন এ পথের যানবাহনগুলো শিক্ষা ভবন হয়ে সচিবালয়ের সামনে দিয়ে গুলিস্তান জিরো পয়েন্টের দিকে যাতায়াত করে। এতে ওই পথে যানবাহনের চাপ বেড়ে যায়। পরে বিকেল ৫টা ১৮ মিনিটের দিকে পুলিশ আন্দোলনকারীদের বিরুদ্ধে অ্যাকশনে যায়। এ সময় আন্দোলনকারীদের লক্ষ করে পুলিশকে জলকামান থেকে পানি ছুড়তে দেখা যায়। পরে পাঁচ রাউন্ড সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করা হয়। সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর, অধিদপ্তরের সব প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রকল্পে কর্মরতদের চাকরি স্থায়ী করার এক দফা দাবি জানিয়েছেন আউটসোর্সিং কর্মীরা। দেশের বিভিন্ন জায়গা থেকে আসা পাঁচ শতাধিক আউটসোর্সিং কর্মী আজকের আন্দোলনে যোগ দেন।
Read Entire Article