আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

3 months ago 40

চট্টগ্রামের সীতাকুণ্ডে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করেছে ছাত্র-জনতা।

শুক্রবার (৯ মে) দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করেন তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় দিকে প্রায় ২০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ বলেন, যদি নিয়মতান্ত্রিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয়, তাহলে আমরা জুলাইয়ের মতো করে আইন হাতে তুলে নেবো। তখন আর কেউ আওয়ামী লীগকে ঠেকাতে পারবে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, অতিদ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। আওয়ামী লীগের সন্ত্রাসী যারা এখনো বাইরে রয়েছে, তাদের আইনের আওতায় এনে শাস্তি দিন।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, ছাত্র-জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এসময় যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এম মাঈন উদ্দিন/এসআর/এএসএম

Read Entire Article