আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তৈরি মঞ্চের সামনে আন্দোলনকারীরা

3 months ago 60

যমুনার সামনে চলমান বিক্ষোভ থেকে সরে মিন্টো রোডের ফোয়ারার সামনে তৈরি মঞ্চে জড়ো হয়েছেন আন্দোলনকারীরা। জুমার নামাজ শেষে এই মঞ্চে শুরু হবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশ।

বৃহস্পতিবার রাত ১২টা থেকে আজ শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত তারা যমুনার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এছাড়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ হাদী সমাবেশস্থলে আন্দোলনকারীদের নিয়ে জুমার নামাজ পড়ার ঘোষণা দিয়েছেন।

এর আগে সকালে সংবাদ সন্মেলনে, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ দল মত নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

যমুনার সামনে থেকে সরে এলেন আন্দোলনকারীরা

তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দল, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক ও সাংস্কৃতিক শক্তি, গত দেড় দশক ধরে নির্যাতিতরা , বিডিআর পরিবার, হত্যাকাণ্ডের শিকার পরিবার, গুম খুনের শিকার পরিবার সবাই সমাবেশে আসুন।

সারা বাংলাদেশের জনগণকে বলবো আপনারা নেমে আসুন। আপনারা জনতার কাতারে যেভাবে ৫ আগস্ট নেমে এসেছিলেন, যেভাবে জুলাইয়ে নেমে এসেছিলেন ঠিক সেভাবে নেমে আসুন, বলেন হাসনাত আবদুল্লাহ।

আরএএস/এসএনআর/জিকেএস

Read Entire Article