আওয়ামী লীগ প্রতিহতে ফেব্রুয়ারিজুড়ে মাঠে থাকবে বিএনপি

2 hours ago 5

আওয়ামী লীগের যে কোনো কর্মসূচি প্রতিহত করতে ফেব্রুয়ারিজুড়ে প্রতিদিন বিএনপির নেতাকর্মীরা মাঠে থাকবে বলে জানিয়েছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

তিনি বলেন, এ দেশের মাটিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার কোনো অধিকার নেই। তাদের কর্মসূচি করতে দেওয়া হবে না। ফেব্রুয়ারি মাসজুড়ে প্রতিদিন মাঠে থাকবে বিএনপির নেতাকর্মীরা।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ নগরীতে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার প্রতিবাদে মহানগর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।

ওয়াহাব আকন্দ বলেন, ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তারেক রহমানের নেতৃত্বে বিএনপির বিগত ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে। বিগত সময়ে মাঠে থেকে দলের সব কর্মসূচি সফল করেছি। এখন আওয়ামী লীগ পালিয়ে থেকে হুঙ্কার দিচ্ছে। এই দলের নেতাকর্মীরা মাঠে এলে শক্ত হাতে প্রতিরোধ করা হবে।

এসময় কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি খন্দকার মাসুদুল হক, ময়মনসিংহ মহানগর বিএনপির সদস্য আব্দুর রব আকন্দ রতন, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক গোলাম মসিউর সোহাগ, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন খান, সহ-সভাপতি মিনহাজুল আবেদীন রাসু, দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মাহাবুবুর রহমান রানা, সাধারণ সম্পাদক দাউদ রায়হান, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিন, মহানগর মহিলা দলের সভাপতি খালেদা আতিক, সাংগঠনিক সম্পাদক খন্দকার মাহবুবা, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুজ্জামান চাঁন প্রমুখ উপস্থিত ছিলেন।

কামরুজ্জামান মিন্টু/জেডএইচ/এমএস

Read Entire Article