আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে জামালপুরে মশাল মিছিল

2 hours ago 4

শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদ এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে জামালপুরে মশাল মিছিল হয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি জামালপুর জেলা শাখা এই মশাল মিছিলের আয়োজন করে।

শহরের ফৌজদারি মোড় থেকে মশাল মিছিল বের করেন তারা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি আশেক মাহমুদ কলেজ চত্বরে গিয়ে শেষ হয়।

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে জামালপুরে মশাল মিছিল

পরে কলেজ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আফরিন জাহান আখি, জাতীয় নাগরিক কমিটি জামালপুরের প্রতিনিধি আরাফাত হোসেন শাকিল প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশের বাইরে থেকে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের মতো আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে। তা নাহলে আন্দোলন গড়ে তোলা হবে।

এসআর/এমএস

Read Entire Article