আওয়ামী লীগে যোগ দিয়ে ‌‘গর্বিত’ সেই বিএনপি নেতাকে বহিষ্কার

2 hours ago 3

কিশোরগঞ্জে আওয়ামী লীগে যোগদান করে আলোচনায় আসা অ্যাডভোকেট ফয়জুল করিমকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের নেতারা।

ফয়জুল করিম জেলা বিএনপির আগের কমিটির সহ-দপ্তর সম্পাদক, বর্তমান পৌর বিএনপির সদস্য এবং জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যসচিব অ্যাডভোকেট শরীফুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগে যোগদান করায় সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী ফয়জুল করিমকে ফোরামের যুগ্ম আহ্বায়ক ও সাধারণ সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।’

আরও পড়ুন:
সাবেক বিএনপি নেতা বললেন, দেশে ফিরবেন শেখ হাসিনা

এর আগে বুধবার (২২ অক্টোবর) রাতে ফয়জুল করিম তার ফেসবুক লাইভে এসে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদানের ঘোষণা দেন। তার সেই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

লাইভে ফয়জুল করিম বলেন, ‘আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষের দল, ধর্মনিরপেক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্বের প্রতীক। ৫ আগস্টের পর মানুষ যে পরিবর্তনের স্বপ্ন দেখেছিল, তা বাস্তবায়িত হয়নি। বরং স্বাধীনতাবিরোধী শক্তিকে ক্ষমতায় বসানোর চেষ্টা চলছে। সেই প্রবণতা ঠেকাতেই আমি আওয়ামী লীগে যোগ দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনাই প্রকৃত দেশপ্রেমিক, বাংলাদেশের মানুষের একমাত্র আশ্রয়স্থল। তিনি দেশে ফিরবেন—এই বিশ্বাস থেকেই আমি আওয়ামী লীগে যোগ দিয়ে গর্বিত।’

এসকে রাসেল/এসআর/এএসএম

Read Entire Article