আওয়ামী লীগের অফিসের সামনে সড়ক পরিষ্কার করছে শিক্ষার্থীরা

1 month ago 29

শিক্ষার্থী-জনতার আন্দোলনের মুখে গতকাল দুপুরেই দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এর পরই বিকেলে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ধানমন্ডির কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর থেকে আওয়ামী লীগের এই কার্যালয়ের সামনের সড়কে পড়ে থাকা ময়লা-আবর্জনা, ইটের টুকরা, পুড়ে যাওয়া জিনিসপত্র পরিষ্কার করছেন শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা নিজ উদ্যোগেই সড়ক পরিষ্কার করছেন। শিক্ষার্থীদের রাস্তায় থাকা জিনিসপত্র কুড়িয়ে নির্দিষ্ট পাত্রে রাখছেন। সড়ক ঝাড়ু দিয়ে পরিষ্কার করছেন।

আওয়ামী লীগের অফিসের সামনে সড়ক পরিষ্কার করছে শিক্ষার্থীরা

আরও পড়ুন

পুলিশশূন্য নগরী, ট্রাফিকের দায়িত্বে ছাত্র-জনতা

এসব শিক্ষার্থীরা জানায়, ব্যক্তিগত উদ্যোগ তারা এই কাজে নেমেছেন। সড়ক অপরিষ্কার থাকায় জনগণ রাস্তা দিয়ে চলাচল করতে পারছেন না। তাই তারা জনগনের সুবিধার্থে সড়ক পরিষ্কারের কাজ করছেন।

বেসরকারি বিশ্ববিদ্যলয় ইউল্যাবের শিক্ষার্থী জোবায়ের বলেন, গতকাল দুর্বৃত্তরা আওয়ামী লীগের অফিসে আগুন দিয়েছে। বাংলাদেশটা আমাদের সবার। দেশের সম্পদ রক্ষার দায়িত্বও আমাদের। এই সড়কে পোড়া জিনিসপত্র পড়ে থাকায় সাধারণ মানুষের চলাচল করতে অসুবিধা হচ্ছিলো। তাই নিজ উদ্যোগে আমরা এই সড়ক পরিষ্কার করছি। আমাদের দেশটা যাতে সুন্দর থাকে আমরা সাধারণ শিক্ষার্থীরা সেই প্রত্যাশা করছি।

এনএস/এসআইটি/এমএস

Read Entire Article