আকাশ

3 months ago 82

চাইলে...
আকাশও ছোয়া যায়!
চাইতে হয়, চাইতে জানতে হয়...

আগাছা মাড়িয়ে, হাওয়া পেরিয়ে, মেঘ সরিয়ে, তড়িৎ চমক এড়িয়ে, শব্দদের মুখ ভেংচিয়ে, বিভ্রান্তি পেছনে ফেলে,
আকাশপানে নয়ন মেলে পূর্ণদৃষ্টিতে তাকাতে হয়।
রাশি রাশি অনুযোগ আর বাহানায় না করে,
কাঁটাসহ সুগন্ধ না ছড়িয়ে,
মনকে মেনে, প্রাণ সাথে নিয়ে
আকাশপানে হাতটা বাড়িয়ে দিতে হয়...

আকাশ কিন্তু ঠিকি ধরায় নেমে আসে,
খুব সহজেই আঙুলের ডগা দিয়ে তখন আকাশকে ছুঁয়ে ফেলা যায়, দশ আঙুল দিয়ে ধরে ফেলা যায়,
হাতের মুঠোয় পুরে ফেলা যায়।

শুধু প্রবল ইচ্ছে থাকতে হয়, আকাশ ছোঁয়ার...
ঠিকঠাক বিধি মেনে চাইতে হয়,
চাইতে জানতে হয়।।

এমআরএম/এমএস

Read Entire Article