ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভায় মানুষের ঘরে ঘরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির বার্তা পৌঁছে দিয়েছেন জেলা বিএনপির সদস্য ও কসবা-আখাউড়া সংসদীয় আসনের মনোনয়নপ্রত্যাশী কবির আহমেদ ভূঁইয়া।
শুক্রবার (৩১ অক্টোবর) দিনব্যাপী গণসংযোগ ও মতবিনিময় কর্মসূচির অংশ হিসেবে তিনি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বিএনপি নেতা-কর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় তিনি মসজিদপাড়া, মালদারপাড়া, সড়ক বাজার, শ্রীশ্রী রাধা মাধব আখড়াসহ ৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় জনসাধারণের কাছে ৩১ দফা কর্মসূচির মূল বার্তা তুলে ধরেন।
কর্মসূচিতে কবীর আহমেদ ভূঁইয়া বলেন, ৩১ দফা শুধু একটি রাজনৈতিক ইশতেহার নয়; এটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও জনগণের ক্ষমতায়নের রাষ্ট্র গঠনের জাতীয় অঙ্গীকার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে গণতন্ত্র ও স্বাধীনতার ভিত্তি স্থাপন করেছিলেন, তারই ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে।
দিনের শুরুতে তিনি নাসরিন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন এবং শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
দিনব্যাপী এ প্রচারণায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

9 hours ago
10









English (US) ·