আখাউড়া ইমিগ্রেশনে কর্মবিরতি, যাত্রী পারাপার বন্ধ

3 months ago 28

কর্মবিরতি পালন করছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের কর্মকর্তারা। থানায় হামলার প্রতিবাদে এই কর্মবিরতি। ফলে এ বন্দর দিয়ে ভারতের ত্রিপুরায় যাত্রী পারাপার বন্ধ রয়েছে।

বুধবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে এ বন্দরে কর্মবিরতি শুরু করেন তারা।

আখাউড়া ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ পরিদর্শক খায়রুল আলম বলেন, রাজধানীর রাজারবাগে বিক্ষুব্ধ পুলিশ সদস্যরা কর্মবিরতি পালন করছেন। এর সঙ্গে সংহতি জানিয়ে আখাউড়া ইমিগ্রেশন পুলিশের ডেস্ক অফিসাররা কর্মবিরতিতে যান। তাই ভারতের সঙ্গে যাত্রী পারাপার বন্ধ।

তিনি আরও জানান, গত কয়েকদিন ধরে আখাউড়া বন্দর দিয়ে ভারতীয় পাসপোর্টধারী যাত্রীদের বাংলাদেশে আসা বন্ধ রয়েছে। সেখানে যাওয়া বাংলাদেশিরা শুধু ফিরছিলেন। আজ সকাল সাড়ে ৯টা পর্যন্ত ভারতীয় পাসপোর্টধারী কিছু যাত্রী তাদের দেশে যাওয়ার পর কর্মবিরতিতে যান ডেস্ক অফিসাররা। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

আবুল হাসনাত মো. রাফি/জেডএইচ/এএসএম

Read Entire Article