আখাউড়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

2 months ago 32

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্বাধীন মিয়া (২৫) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত স্বাধীন উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর গ্রামের ফজল মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে আজমপুর নার্সারির সামনে আজমপুর গ্রামের স্বপন চৌধুরী স্বাধীনকে মারধর করে ছুরিকাঘাত করে। স্থানীয় ব্যক্তিরা স্বাধীনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে হাসপাতালের চিকিৎসক ডা. ফয়জুন্নেছা আমিন বলেন, ৭টা ২৩ মিনিটে মৃত অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হয়েছে। পেটে ছুরিকাঘাত রয়েছে। অনেক রক্তক্ষরণ হয়েছে। বিস্তারিত ময়নাতদন্ত শেষে জানা যাবে।

প্রত্যক্ষদর্শী ওই এলাকার লুৎফল আমিন চৌধুরী বলেন, আমি মাছের খামার দেখতে যাচ্ছিলাম। আজমপুর রেলওয়ে কলোনি মসজিদের সামনে দুজনকে ধস্তাধস্তি করতে দেখে শান্ত করার চেষ্টা করি। কিছুক্ষণ পর চার-পাঁচজন যুবক এসে স্বাধীনকে মারধর শুরু করে। একপর্যায়ে স্বপন চৌধুরী স্বাধীনকে লম্বা ছুরি দিয়ে পেটে আঘাত করে। তাৎক্ষণিক আমি থানায় অবগত করি। পরে লোকজন স্বাধীনকে হাসপাতালে নিয়ে যায়।

স্বপন ওই এলাকার রোকন উদ্দিন চৌধুরীর ছেলে। একাধিক সূত্রে জানা যায়, নিহত স্বাধীনও একজন মাদকসেবী ও মাদক কারবারি ছিলেন।

নিহত স্বাধীনের মা জরিনা বেগম হাসপাতালে বিলাপ করতে করতে বলেন, ‘স্বপন আমার ছেলেরে মাইরা লাইছে।’

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম কালবেলাকে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে স্বাধীনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Read Entire Article