আখাউড়ায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

রাজনৈতিক অস্থিরতায় উসকানি দেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর শ্রমিক লীগের সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে স্থলবন্দর শ্রমিক লীগ সভাপতি শাহনেওয়াজ মিয়া শানুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে আখাউড়া থানা পুলিশ। গ্রেপ্তার শাহনেওয়াজ মিয়া শানু আখাউড়া স্থলবন্দরের সিএন্ডএফ ব্যবসায়ী ও সীমান্ত লাগোয়া কালিকাপুর গ্রামের মৃত আবু তাহের সরদারের ছেলে। এর আগে রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় আখাউড়া স্থলবন্দর এলাকার সীমান্ত লাগোয়া কালিকাপুর গ্রামের নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন।  তিনি বলেন, শাহনেওয়াজ মিয়া শানুর বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং উপজেলার রাজনৈতিক অস্থিরতায় উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে। সম্প্রতি উপজেলায় নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানের অংশ হিসেবে বেশ কয়েকজন সন্দেহভাজনকে নজরদারিতে রাখা হয়। তাদের মধ্যে শাহনেওয়াজ মিয়া শানু অন্যতম ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে গোপনে আওয়ামী লীগের পলাতক নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে দলীয় কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় অভিযান চালিয়

আখাউড়ায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

রাজনৈতিক অস্থিরতায় উসকানি দেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর শ্রমিক লীগের সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে স্থলবন্দর শ্রমিক লীগ সভাপতি শাহনেওয়াজ মিয়া শানুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে আখাউড়া থানা পুলিশ।

গ্রেপ্তার শাহনেওয়াজ মিয়া শানু আখাউড়া স্থলবন্দরের সিএন্ডএফ ব্যবসায়ী ও সীমান্ত লাগোয়া কালিকাপুর গ্রামের মৃত আবু তাহের সরদারের ছেলে।

এর আগে রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় আখাউড়া স্থলবন্দর এলাকার সীমান্ত লাগোয়া কালিকাপুর গ্রামের নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন। 

তিনি বলেন, শাহনেওয়াজ মিয়া শানুর বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং উপজেলার রাজনৈতিক অস্থিরতায় উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে। সম্প্রতি উপজেলায় নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানের অংশ হিসেবে বেশ কয়েকজন সন্দেহভাজনকে নজরদারিতে রাখা হয়।

তাদের মধ্যে শাহনেওয়াজ মিয়া শানু অন্যতম ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে গোপনে আওয়ামী লীগের পলাতক নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে দলীয় কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম দমন ও এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow