আগামী নির্বাচনে ইসলামী রাজনৈতিক শক্তিকে মানুষ ভোট দেবে : ডা. তাহের

2 hours ago 5

আগামী নির্বাচনে দেশের মানুষ ইসলামী রাজনৈতিক শক্তিকে ভোট দেবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কুলিয়ারা কেন্দ্র নির্বাচনী সমাবেশে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, এ দেশের সাধারণ মানুষের দাবি সব ইসলামিক দলের ঐক্য। এ ঐক্য হলে হিন্দুরাও ঐক্যবদ্ধ হবে। কারণ, তারা বিগত সময় দেখেছে ইসলামপন্থিদের দ্বারা হিন্দুরা নির্যাতিত, অত্যাচারিত হয়নি। ভালো মানুষ অন্য মানুষের ওপর অত্যাচার করতে পারে না। 

ডা. তাহের বলেন, বাংলাদেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন চায়। যেখানে জনগণ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। যেন তেন উপায়ে চাপিয়ে দেওয়া নির্বাচন জনগণ মেনে নেবে না।

কুলিয়ারা কেন্দ্র কমিটির আহ্বায়ক আবুল কালাম মজুমদারের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির মো. শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, সাবেক আমির শাহাবুদ্দিন, উপজেলা জামায়াত নেতা কামাল উদ্দিন, বাতিসা ইউনিয়ন জামায়াতের আমির সাইয়েদ রাশিদুল হাসান জাহাঙ্গীর প্রমুখ।

Read Entire Article